
সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের মলান দিঘী গ্রাম পঞ্চায়েতের বর্ডডোবা গ্রামে বীর সংগ্রামী শহীদ বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মজয়ন্তী উদযাপন হয়। অতিথিবর্গ কে আদিবাসীরা তাদের চিরাচারিত প্রথা মেনে ধামসা মাদলের তালে নাচে অতিথিবর্গকে মূলমঞ্চে নিয়ে যান। অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়নের দপ্তরের ভারপ্রাপ্তমন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়।
অতিথিবর্গরা পতাকা উত্তোলনের মাধ্যমে বীর বিরসা মুন্ডার পতিকৃতিতে মাল্যদান করেন। উপস্থিত অতিথিরা বীর বিরসা মুন্ডার জীবন সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনে তার অবদান কি জানান ও আদিবাসীদের উন্নয়নে কি করা হয়েছে এবং আগামী দিনে কি করা হবে বক্তব্য শোনা গেল বক্তাদের মুখে।
অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নাচ-গান ছিল ওই মঞ্চে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার হিসেবে উইনার কে ট্রফি ফুটবল জার্সি ও ছাগল তুলে দেয়া হয়।
৫০০ জন আদিবাসী মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন এবং কিছু কাউন্টার সরকারিভাবে মঞ্চের পাশে ছিল আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ পাণ্ডবেশ্বর এর বিধায় ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এস বি এস টি সির সভাপতি ও বিধায়ক সুভাষ মন্ডল জেলা শাসক দুর্গাপুরের মহাশাসক কাঁকসা ভিডিওর জেলা জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি বিষ্ণুদেব নুনিয়া কাঁকসা পঞ্চায়েতের সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য ও জেলা আদিবাসি উন্নয়নের পর্ষদের আধিকারিক গণ ও পাশাপাশি অঞ্চলের বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা ও এলাকার বিশিষ্ট জনারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রণব কুমার মন্ডল।