Headlines
Loading...
অমৃতা বিদ্যালয় আম্মা স্কুল মাঠে খেলো  ইন্ডিয়া   মহিলা কিক বক্সিং লিগ সিলেকশন এবং মহিলা পুরুষ বিভাগের ট্রেনিং ক্যাম্প

অমৃতা বিদ্যালয় আম্মা স্কুল মাঠে খেলো ইন্ডিয়া মহিলা কিক বক্সিং লিগ সিলেকশন এবং মহিলা পুরুষ বিভাগের ট্রেনিং ক্যাম্প

 


সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে নয় ও দশ ডিসেম্বর দুর্গাপুর শিল্প শহরে বিধান নগর এলাকায় অমৃতা বিদ্যালয় আম্মা স্কুল মাঠে খেলো  ইন্ডিয়া   মহিলা কিক বক্সিং লিগ সিলেকশন এবং মহিলা পুরুষ বিভাগের ট্রেনিং ক্যাম্প সুসম্পন্ন হল সুষ্ঠুভাবে। এই অনুষ্ঠানের   বেদ মন্ত্রের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জলন করলেন অমৃতা বিদ্যালয়ের প্রিন্সিপাল গায়ত্রী মাতা ও ওয়ার্ল্ড কিক বক্সিং চ্যাম্পিয়ন লীগের পদকজয়ী ঈশান দাস, ও সমাজসেবী জ্ঞানী গুণীজন।


 অনুষ্ঠানে ঈশান দাস জানান কিছুদিন আগেই ওয়ার্ল্ড কিক বক্সিং চ্যাম্পিয়ন প্রতিযোগিতা পর্তুগালে অনুষ্ঠিত হয় সেখানে ভারত থেকে আমরা ছিলাম , ৯৩ টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে , প্রায় ৩০০০ প্রতিযোগী ছিলেন বিভিন্ন দেশের, আমি তৃতীয় স্থান অধিকার করি ব্রোঞ্জ পদক পাই। আমার পদক বিজয় অবশ্যই আমার কাছে ও দেশের কাছে অত্যন্ত গৌরবের ।


 এই উন্নত মার্শাল আর্ট শরীর ও মন গঠনের একটি মাধ্যম ও নিজেকে সময়মতো আত্মরক্ষা করতে উপযোগী। বাংলাতে এই খেলা তেমনভাবে সাড়া ফেলেনি, পর্তুগালে বিভিন্ন প্রতিযোগিতার কাছে জানতে পারি তাদের দেশের সরকার এই খেলার প্রতি আগ্রহ ও সহযোগিতা অনেক বেশি করে থাকে, আমিও চাই আমাদের দেশের সরকার অন্যান্য খেলার মত এই খেলাতেও নজর ও সহযোগিতা করবে, দুর্গাপুরে এত ছেলে-মেয়ে অংশগ্রহণটা আমার খুব ভালো লাগছে,  আয়োজক জেলা স্পোর্টস কিক বক্সিং এর সম্পাদক ন্যাশনাল কোচ ফিরোজ খান কে অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই সকল কমিটি সদস্যে দের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্পাদক  ফিরোজ খান মহাশয় বলেন পশ্চিম বর্ধমান জেলায় আমরা খেলাটাকে প্রতি স্কুলে পৌঁছে দিতে চাই।


 দেশে ৩৬ টা শহরে ও আমাদের রাজ্যে তিনটে শহরে  কিক বক্সিং লীগ সম্পূর্ণ হবে। ২৩ শে ডিসেম্বর দার্জিলিং জেলায় চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে, আমাদের এখানে ৫৪ জন সিলেকশন হয়েছে বিভিন্ন বিভাগের মেয়ে, তাদেরকে আমরা দার্জিলিঙে নিয়ে যাচ্ছি। খুব অল্প সময়ে আমরা এই খেলাটা করতে পেরেছি অমৃতা বিদ্যালয়ের প্রিন্সিপাল ও বিদ্যালয়ের আধিকারিক ও কর্মচারী, সমাজসেবী রামসেবক মহাশয় বনদপ্তর রেঞ্জ অফিসার চিরঞ্জিত সাহা সাহিত্যিক রঞ্জিত কুমার যশ ও বিভিন্ন মানুষের সহযোগিতায়। অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন অনেকে ই উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল কাজী নজরুল ইউনিভার্সিটি  স্পোর্টস ইনচার্জ অধ্যাপক প্রবীর দাস চিকিৎসক নির্মলেন্দু দে ও মানবেন্দ্র চক্রবর্তী এবং জ্ঞানী গুণীজন। 


মহ কুমা শাসক বলেন খেলা কে আমি খুব ভালোবাসি, এত ছেলে মেয়ে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সুন্দর মাঠ, সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন সত্যই আমি অভিভূত, স্কুল পক্ষকে আমি ধন্যবাদ জানাই এই খেলাকে সহযোগিতা করার জন্য। আয়োজক সংস্থাকে জানাই অভিনন্দন এই খেলাকে আপনারা আয়োজন করেছেন বলে, আমি আপনাদের পাশে সর্বদা থাকবো।