Headlines
Loading...
টলিপাড়ায় শোকের ছায়া: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার

টলিপাড়ায় শোকের ছায়া: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার

 


নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান অভিনেত্রী শ্রীলা মজুমদার। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।


টলিপাড়ায় শ্রীলা মজুমদারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্রই তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।'পরশুরাম ', 'একদিন প্রতিদিন ' এর  মতো চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল।


শ্রীলা মজুমদারের অভিনয় জীবনের শুরু হয় থিয়েটারে। 'ছায়াছবি', 'রক্তকরবী'র মতো নাটকে অভিনয় করে তিনি সমাদৃত হন। এরপর তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 


শ্রীলা মজুমদারের অকাল মৃত্যুতে টলিপাড়া একটি মূল্যবান সম্পদ হারিয়েছে। তার অভিনয় জীবনের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে দর্শকদের মনে।



টলিপাড়ার এক উজ্জ্বল নক্ষত্র আজ চিরতরে অস্তমিত হল। শ্রীলা মজুমদারের অকাল মৃতুতে শোকাহত টলিপাড়া। তার অভিনয় জীবনের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে দর্শকদের মনে।