Headlines
Loading...
পদ্ম পুরস্কার পাচ্ছেন ১৩২ জন নাগরিক, বাংলার ১১ জন পাচ্ছেন পদ্ম পুরস্কার

পদ্ম পুরস্কার পাচ্ছেন ১৩২ জন নাগরিক, বাংলার ১১ জন পাচ্ছেন পদ্ম পুরস্কার

 


বিশেষ প্রতিবেদন : ভারতের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান যথাক্রমে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। শিল্প - শিক্ষা - সাহিত্য - নান্দনিক বিভিন্ন বিষয় - অভিনয়- সমাজসেবা প্রভৃতি বিষয়গুলিতে বিশেষ অবদান রাখা ১৩২ জন ভারতীয় নাগরিককে এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে ২০২৪ এ। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে এই ১৩২ জনের নাম। বাংলা থেকে ৩ জন পদ্মভূষণ সম্মানে ও ৮ জন পদ্মশ্রী খেতাবে সম্মানিত হবেন। বাংলার মোট ১১ জন পদ্ম পুরস্কারে ভূষিত হবেন। 


◇◇বাংলা থেকে পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন--

১) অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী,

২) প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখার্জী

    (মরণোত্তর),

৩) সঙ্গীতে বিশিষ্ট অবদানের জন্য ঊষা উত্থুপ।


◇◇বাংলা থেকে পদ্মশ্রী পেতে চলেছেন--

১) কাঁথার কাজের জন্য, তাকদিরা বেগম,

২) ভাদু গান ও লোকসঙ্গীতে বিশিষ্ট

     অবদানের জন্য, রতন কাহার,

৩) বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নারায়ণ

     চক্রবর্তী,

৪) রাজবংশী সঙ্গীতশিল্পী গীতা রায় বর্মন,

৫) বন সংরক্ষণ ও গাছের যত্নের জন্য "গাছ

     দাদু" দুখু মাঝি,

৬) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে, হিন্দুকুশ

    হিমালয়ে কাজের জন্য, পরিবেশবিদ

    একলব্য শর্মা,

৭) কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল,

৮) ছৌ নৃত্যের মুখোশ শিল্পী নেপাল সূত্রধর

    (মরণোত্তর)।


তাছাড়াও, বিহারের ৬ জন, তামিলনাড়ুর ৮জন, অন্ধ্রপ্রদেশের ৩ জন, মহারাষ্ট্র থেকে ১২ জন পদ্ম পুরস্কারে সম্মানিত হবেন। পদ্ম প্রাপকদের ভিত্তিতে, প্রথম স্থানে মহারাষ্ট্র ও দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ রয়েছে।