
বাঁকুড়া : বাঁকুড়ায় তীব্র শীতের কবলে পড়েছে মানুষ। সংক্রান্তির পর থেকেই জেলায় তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমে গিয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ মেঘলা থাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
চরমভাবাপন্ন বাঁকুড়ায় এই শীতের তীব্রতা সবাইকে অবাক করেছে। বয়স্ক মানুষজনের জন্য এই শীত ভোগ করা কষ্টকর হয়ে উঠেছে। তবে যুব সমাজ এই শীত উপভোগ করছে। বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে।
আবহাওয়াবিদদের মতে, সাইক্লোনিক সার্কুলেশনের কারণে এই শীতের তীব্রতা বেড়েছে। আগামী ২-৩ দিন এই শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
বাঁকুড়ায় শীতের তীব্রতা এতটাই বেড়েছে যে, জেলার বিভিন্ন এলাকায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। রাস্তাঘাটের দৃশ্যমানতা কমে গিয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
শীতের তীব্রতায় বয়স্ক মানুষজনের মধ্যে সর্দি-কাশি, জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি রোগের প্রকোপ বেড়েছে। অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শীতের তীব্রতা মোকাবেলায় বাঁকুড়ার মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করছেন। অনেকেই আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছেন। আবার অনেকেই গরম কাপড় পরছেন।
বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলোতে শীতের আমেজ উপভোগ করতে পর্যটকদের ভিড় বেড়েছে। শুশুনিয়া, মুকুটমনিপুর, সুতানা ইত্যাদি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে।