Headlines
Loading...
ভারতের প্রজাতন্ত্র দিবস কেন ২৬শে জানুয়ারিই পালন করা হয়, জানেন কি? তারিখটির পেছনে রয়েছে এক নির্দিষ্ট আইন

ভারতের প্রজাতন্ত্র দিবস কেন ২৬শে জানুয়ারিই পালন করা হয়, জানেন কি? তারিখটির পেছনে রয়েছে এক নির্দিষ্ট আইন

 





বিশেষ প্রতিবেদন : ভারত ইতিহাসের পাতা ওলটালেই, চোখে পড়বে ১৯১৯ এর মন্টেগু- চেমসফোর্ড আইন। এই মন্টেগু- চেমসফোর্ড আইনের ফলেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 


এই আইনের প্রতিবাদে দিকে দিকে ভারতবাসী যখন বিভিন্ন প্রতিরোধ গড়ে তোলে, ঠিক তখনই এই আইন সংস্কার ও সংশোধনের উদ্দেশ্যে, ১৯২৭ সালে ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে গড়ে তোলা হয় সাইমন কমিশন। ভারতের জন্যই সংস্কার করবে সেই আইন অথচ, সাইমন কমিশনে একজনও ভারতীয় সদস্য না থাকায়, উচ্চপদস্থ ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়।


 সাইমন কমিশনের এক মন্ত্রী তখন ভারতীয়দের এই ক্ষোভের পাত্তা না দিয়ে, ভারতীয়দের হেয় করে বলেছিলেন, "তোমাদের নিজস্ব সংবিধান লেখারও যোগ্যতা নেই তোমাদের কাছে।" এই বক্তব্যের পাল্টা উত্তর দেওয়ার জন্য ও দেশের জন্য সংবিধান লেখার উদ্দেশ্যে, মতিলাল নেহেরুর সভাপতিত্বে, তখন গড়ে উঠলো "নেহরু কমিটি"। 


প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৮ সালে ভারতের প্রথম খসড়া সংবিধান রচনা হয় এই কমিটির তরফ থেকেই। তবে, ব্রিটিশ পার্লামেন্ট নেহরু কমিটির এই "নেহরু রিপোর্ট" কিছুতেই মেনে নেননি। এক বছর সময় দেওয়ার পরও, ব্রিটিশরা ঐ রিপোর্ট না মেনে নিলে, তখন ১৯২৯ এ লাহোরে কংগ্রেসের অধিবেশনে কংগ্রেস সহ সমস্ত ভারতীয়রা পূর্ণ স্বরাজের দাবি জানায়।


 তারপর, ১৯৩০ এর ১লা জানুয়ারী, জওহরলাল নেহরু সহ কংগ্রেসের সমস্ত যুবনেতা মিলে, পূর্ণ স্বরাজের উদ্দেশ্যে অনানুষ্ঠানিকভাবে, তিরঙ্গা উত্তোলন করেন। তবে, সর্বসম্মতিক্রমে ১৯৩০ সালের জানুয়ারী মাসের শেষ রবিবার অর্থাৎ ২৬ শে জানুয়ারী দিল্লিতে তিরঙ্গা উত্তোলন হয়। তাই, ১৯৩০এর ২৬শে জানুয়ারী থেকে স্বাধীনতার আগে অর্থাৎ ১৯৪৭ এর ২৬ শে জানুয়ারী পর্যন্ত, ১৭টি বছর ধরে , ২৬ শে জানুয়ারী পালিত হয়ে এসেছে "পূর্ণ স্বরাজ দিবস" রূপে। 


আর এই ঐতিহাসিক "পূর্ণ স্বরাজ দিবস"কে বাঁচিয়ে রাখতে ও সরকারি ভাবে ঐ দিনটিকে কোনো রাষ্ট্রীয় সীলমোহর দেওয়ার উদ্দেশ্যেই স্বাধীনতার পরে, ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর সংবিধান রচনা করা হলেও, সেই সংবিধান সর্বসম্মত ভাবে কার্যকরী করা হয় ১৯৫০ এর ২৬শে জানুয়ারী থেকে। আর, রাষ্ট্র ও সংবিধানের প্রতি সম্মান অর্পণ করতেই, এই দিনটি ভারতবর্ষের কাছে "প্রজাতন্ত্র দিবস"।