
দুর্গাপুরে ক্যান্সারের আশার আলো: সনকায় ক্যান্সার ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে ক্যান্সার রোগীদের জন্য আশার আলো। প্রজাতন্ত্র দিবসের দিনে সনকা গ্রুপ কর্তৃক 'সনকা ক্যান্সার ইনস্টিটিউট' নামে একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল উদ্বোধন হলো।
এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য এবং সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে:
অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। ক্যান্সার চিকিৎসার জন্য সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব।
সার্জিক্যাল, মেডিক্যাল অনকোলজি, পেইন ম্যানেজমেন্ট, পল্লিয়েটিভ কেয়ার সহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দান করবেন বলে জানিয়েছেন।
পূর্ব ভারতের প্রথম ডিজিটাল পেড সিটি মেশিন। এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য পূর্ব ভারতের প্রথম ডিজিটাল পেড সিটি মেশিন স্থাপন করা হয়েছে।এই মেশিনের মাধ্যমে ক্যান্সার কোষের সঠিক অবস্থান ও বিস্তার সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায়, যা চিকিৎসার কার্যকারিতা বৃদ্ধি করে।
এছাড়াও সব চাইতে বড়ো নিচিন্তের বিষয় স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা প্রদান।স্বাস্থ্যসাথী কার্ডধারীরা এই হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন।
এর ফলে, গরিব ও মধ্যবিত্ত পরিবারের রোগীরাও সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্যান্সার চিকিৎসা পেতে পারবেন।
ক্যান্সার বিভাগে হাসপাতালে মোট ২৫০টি শয্যা রয়েছে। রোগীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ। রোগীদের মানসিক সুস্থতার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান এর ব্যবস্থা করা হয়েছে।
ক্যান্সার বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার জয়ী অভিনেত্রী মহিমা চৌধুরী।
সনকা গ্রুপের সিইও বোনাপার্ট চৌধুরী বলেন, এতদিন অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যেতে হত। এখন দুর্গাপুরের এই হাসপাতালে রোগীরা একই মানের চিকিৎসা পেতে পারবেন।এর ফলে, রোগীদের আর্থিক ও মানসিক ভোগান্তি অনেক কমে যাবে।