বিশেষ প্রতিবেদন : ভারতের ইতিহাসে উজ্জ্বল ভাবে ফুটে উঠল আরো এক অ্যাথলিটের নাম। ৩৪ বছর বয়সী মান সিং এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ স্বর্ণপদক জয় করেছেন। সম্প্রতি এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে হংকংয়ে।
মাত্র ৬৫ সেকেন্ডের স্বল্প ব্যবধানে, ভারতীয় অ্যাথলিট মানসিং টেক্কা দিয়েছেন চৈনিক অ্যাথলিট হুয়াং ইয়ংঝেং কে।
মানসিংহের ম্যারাথন দৌড়টি সম্পন্ন করতে সময় লেগেছে ২ ঘন্টা ১৪মিনিট ১৯সেকেন্ড। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় অ্যাথলিট ঠোনাকাল গোপীর পরে দ্বিতীয় ভারতীয় রূপে মান সিং এই সম্মানজনক খেতাব অর্জন করেছেন। বিদেশের মাটিতে ভারতীয় কোনো খেলোয়াড় নতুন করে, এই দীর্ঘ-দৌড় প্রতিযোগিতায় এক উজ্জ্বল স্তম্ভ স্থাপন করলো।
তবে এই এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে মানসিং ছাড়াও, অশ্বিনী যাদব, জ্যোতি গাওয়াতে, আপ্পাচাঙ্গাডা বো প্রমুখ অ্যাথলিটরাও অংশগ্রহণ করেছিলেন। আপ্পাচাঙ্গাডা বো এই প্রতিযোগিতায় ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন এবং মহিলাদের মধ্যে অশ্বিনী যাদব ৮ম স্থান এবং জ্যোতি গাওয়াতে ১১তম স্থান অধিকার করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন।