
বিশেষ প্রতিবেদন : ভারতবর্ষ তার প্রতিবেশী দেশগুলোকে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করেছে। তবে, এবার সম্পূর্ণ নতুন একটি জিনিস দেওয়া হল আফগানিস্তানকে।
আফগানিস্তান থেকে জানানো হয়েছিল যে তাদের বেশ কিছু এলাকাতে ফসলের ব্যাপক ক্ষতি করছে একদল পঙ্গপাল। আর ভারতবর্ষে সেই পঙ্গপালের একটি জৈব প্রতিরোধী রয়েছে। সেই জৈব প্রতিরোধীটি হলো ম্যালাথিয়ন নামক এক ধরনের পেস্টিসাইড। ভারতবর্ষ থেকে প্রায় ৪০ হাজার লিটার ম্যালাথিয়ন পাঠানো হবে আফগানদের দেশে। ইরানের চাবাহার বন্দর এর মাধ্যমে ভারতবর্ষ থেকে এই সাহায্য পাঠানো হবে আফগানিস্তানে।
২০২৪ এর ২২ শে জানুয়ারি দুইটি ট্রাকে করে ম্যালাথিয়ন নামক এই পেস্টিসাইডটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানে তালিবানদের কৃষিমন্ত্রী আতাউল্লাহ ওমারি জানিয়েছেন, "পঙ্গপাল প্রতিরোধ এর উদ্দেশ্যে এবং আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে ফসলকে সুরক্ষিত করে রাখতে পেস্টিসাইড এর দরকার ছিল ব্যাপকভাবে। ভারতবর্ষের কাছ থেকে আমরা প্রায় ৪০ হাজার লিটার এই জৈব প্রতিরোধক পাব। এর জন্য আমরা ভারতবর্ষের কাছে কৃতজ্ঞ।"
অবশ্যই একথা মনে রাখতে হবে যে, ভারতবর্ষ থেকে আফগানদের কৃষি ব্যবস্থার উদ্দেশ্যে সহায়তা এই প্রথমবারই যে পাঠানো হয়েছে, তা কিন্তু নয়। ইতিমধ্যেই এর আগেও বেশ কিছু বার আফগানিস্তানের প্রয়োজনীয়তা অনুযায়ী গম এবং ওই দেশে ড্রাগ সম্পর্কিত সমস্যা নিবারণের জন্য ভারতবর্ষ মানবিকতার হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে।