
বড়দিন থেকে নতুন বর্ষের উদযাপনে রাজ্যজুড়ে মদ বিক্রির রেকর্ড ছাড়িয়েছে ৭৫০ কোটি
বিশেষ প্রতিবেদন : ২০২৩ সালের অন্তিম লগ্ন পেরিয়ে ২০২৪ সালে সবেমাত্র প্রবেশ করেছি আমরা। ইতিমধ্যেই আবগারি সূত্রে যা তথ্য পাওয়া গিয়েছে তাতে রাজ্যবাসী সত্যিই স্তম্ভিত। ২৫শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বছর শেষের আনন্দ উদযাপন রাজ্যজুড়ে মদের ফোয়ারা ।
আবগারি সূত্র থেকে জানানো হয়েছিল, দুর্গাপুজোর সময় রাজ্যে মদ বিক্রির ফলে রেকর্ড পরিমাণ লাভ হয়েছিলো এবং তার পরিমাণ মোট ৬০০ কোটি টাকা। তবে সেই সমস্ত হিসেবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, নতুন বছরের শুরুতেই আবগারি সূত্র থেকে জানানো হয়েছে ২৫ শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ মদ বিক্রি হয়েছে, রাজ্যে তার থেকে আয় হয়েছে মোট ৭৫০ কোটি টাকা। এই কিছুদিনের মদ বিক্রির মধ্যে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পরবর্তীতে রয়েছে কলকাতা, দার্জিলিং সহ আরো অন্যান্য রাজ্যগুলো। বছরের শেষ দিকটায়, পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর পর্যটক বেড়াতে আসেন আর তার ফলে পর্যটন কেন্দ্রের প্রতিটি মদের দোকানে প্রচুর পরিমাণে আয় হয়েছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে এবছর বড়দিনে বিদেশী মদের তুলনায় দেশী মদ মোট বারো হাজার লিটার বেশি বিক্রি হয়েছে । অন্যান্য মদের তুলনায় বিয়ারের বিক্রি হয়েছে অনেকটাই কম।
তবে শুধু বড়দিন বা নতুন বছরের সূচনার ক্ষেত্রে নয়, গোটা ডিসেম্বর মাস জুড়ে এবছর মদ বিক্রি করে, রাজ্যে অন্য বছরের তুলনায় এই বছর লাভ অনেকটাই বেশি হয়েছে। শুধু মদ বিক্রি করে ডিসেম্বর মাসে ২১০০ কোটি টাকা আয় হয়েছে বলে জানা গিয়েছে--- যা কার্যত সর্বকালের রেকর্ড।