
entertainment
india
"12th Fail" খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির ঘরে নতুন অতিথির আগমন
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ২০২২ এর ফেব্রুয়ারি মাসে, শীতল ঠাকুরের সঙ্গে, বিবাহ বন্ধনে আবদ্ধ হন "12th Fail" খ্যাত বিক্রান্ত মেসি।
বুধবার দিন অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম দেন শীতল ঠাকুর। নতুন অতিথির আগমনের খবর ফেসবুকের মাধ্যমে পোস্ট করলেন বাবা বিক্রান্ত মেসি। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
সম্প্রতি, "12th Fail" সিনেমার জন্য চর্চায় এসেছেন বিক্রান্ত মেসি। বক্স অফিসে প্রায় ৭০ কোটি টাকা উপার্জন ও সবথেকে বেশী সার্চ করা সিনেমার মধ্যে, তৃতীয় স্থান অধিকার করেছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত "12th Fail" সিনেমাটি।
তাছাড়াও, এর আগে, "ফরেনসিক", "গ্যাসলাইট", "ছাপ্পাক", "লাভ হোস্টেল" নামক বেশ কিছু সিনেমায় তাঁর অভিনয় চোখে পড়ার মতোই। নতুন অতিথির জন্য সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করেছেন বিক্রান্ত মেসি।