Headlines
Loading...
শীত কি এই বছর সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে চলেছে নাকি আবার ফিরছে শীত ! কি বলছে আবহাওয়াবিদরা

শীত কি এই বছর সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে চলেছে নাকি আবার ফিরছে শীত ! কি বলছে আবহাওয়াবিদরা



বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বাংলায় পশ্চিমী ঝঞ্জা ও পূর্বালী হওয়ার সংঘাতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা গেছে ,তবে তা উত্তরবঙ্গে ।

দার্জিলিং এ হালকা বৃষ্টির  সম্ভাবনা দেখা  গেছে । আগামী ২৪ ঘণ্টায় উঁচু পার্বত্য অঞ্চল গুলিতে সামান্য হলেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।


আবহাওয়াবিদরা জানাচ্ছেন সরস্বতী পুজোর আগে পর্যন্ত তাপমাত্রা এইভাবে ওঠানামা করবে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই । 


তবে শীতের আমেজ কিছুটা হলেও ফিরতে পারে সপ্তাহের শেষে।আজ সকালে দুর্গাপুরে তাপমাত্রা ছিলপ্রায় ২০ ডিগ্রির কাছাকাছি ,যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি ।


তবে  ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রার নামার আর কোন সম্ভাবনা নেই । আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে কয়েকদিন শুষ্ক আবহাওয়া সম্ভাবনা রয়েছে । আগামী দুদিন সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।


কোথাও কোথাও মেঘলা আকাশদেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ।তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে ওড়িশা ও ঝাড়খন্ড সংলগ্ন  জেলাগুলিতে  হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।