
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : এখন খবর পড়ার জন্য আর একদিন অপেক্ষা করে, খবরের কাগজের দরকার হয়না মানুষের। বরং এক ক্লিকেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহজেই জেনে নেওয়া যায় নিমেষেই দেশ- বিদেশের খবর।
তাই, ডিজিটাল সংবাদমাধ্যমকে শক্ত করতে, এগিয়ে এসেছেন ১৮টি মুদ্রণ, ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (DNPA) ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ডিজিটাল শাখা। DNPA Conclave ও Digital Impact Awards এর দ্বিতীয় বছরের এই অনুষ্ঠান পালিত হলো দিল্লির বিশিষ্ট সংগ্রি-লা হোটেলে।
বিশেষ অতিথি রূপে ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনিই বলেন যে, বিভিন্ন উন্নত প্রযুক্তি সংস্থা ও ডিজিটাল সংবাদ প্রকাশকারী প্ল্যাটফর্মের মধ্যে, লভ্যাংশ ভাগাভাগি নিয়ে একটি বিশেষ জোরালো সমস্যা রয়েছে।
তাই অবশ্যই ডিজিটাল ইন্ডিয়া আইন কার্যকরী করা দরকার এবং ২০২৪ এর লোকসভার ভোট পেরোলেই কেন্দ্র সরকার এই আইন কার্যকরী করবেন। ভারতের ডিজিটাল ক্ষেত্রে, মাঝারি শিল্পী ও তাবড় তাবড় শিল্পীদের এই যে আয়ের একটা বিশাল অসাম্য রয়েছে, তা অবিলম্বে দূর করা প্রয়োজন।
তিনি আরও বলেছেন,ইন্টারনেটকে আরো অনেক খানি মুক্তভাবে তিনি দেখতে চান। হাতে গোনা চার পাঁচটি সংস্থা সবটা নিয়ন্ত্রণ করবে, এমনটা মোটেও কাম্য নয়।
তাছাড়াও,যান্ত্রিকতার এই যুগে, ডিজিটাল দুনিয়া কী কী বিবর্তন ও বিপদের সাক্ষী থাকতে চলেছে, তা নিয়েও তর্ক- বিতর্ক, বিশদ আলোচনাও হয়েছে এই সভাতে।আন্তর্জাতিক স্তরের বেশ কিছু সংবাদ পরিবেশক ও সংবাদ প্রকাশকারী সংস্থাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাছাড়াও, অভিজ্ঞ সাংবাদিক বিক্রম চন্দ্র ও শেখর গুপ্ত, কর্পোরেট সেক্টর থেকে পুনাওয়ালা এম গুজরান উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।