Headlines
Loading...
উচ্চমাধ্যমিকেও সিরিয়াল কোড: প্রশ্নফাঁস ও নকল রুখতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর

উচ্চমাধ্যমিকেও সিরিয়াল কোড: প্রশ্নফাঁস ও নকল রুখতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর


স্মৃতি মন্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : মাধ্যমিক পরীক্ষায় সিরিয়াল কোড ব্যবহারের সাফল্যের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও একই পন্থা অবলম্বন করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।


গত রবিবার সংসদের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি  চলবে  উচ্চমাধ্যমিক পরীক্ষায়, আর প্রশ্নফাঁস ও নকল রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে সাংসদের তরফ থেকে।

গত বছর  উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল আটকাতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর এর ব্যবহার করা হয়েছিল। এবার তার পাশাপাশি সিরিয়াল কোড ব্যবহার করা হবে। 


প্রতিটি পরীক্ষার্থীকে উত্তরপত্রে সিরিয়াল কোড লিখতে হবে। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার ও ইনভিজিলেটরদেরকে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের এই বিষয়ে জানাতে হবে।


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।


এই পদক্ষেপগুলি পরীক্ষার ন্যায্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।