
State
দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীত উৎসব
সনৎ কুমার ব্যানার্জি, দুর্গাপুর : শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীদের জন্য আনন্দের খবর। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারী, দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীত উৎসব।
পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত এ্যাকাডেমি ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এবং দুর্গাপুর পৌরনিগমের সহযোগিতায় এই উৎসব আয়োজিত হবে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে।
কোলকাতা, দুর্গাপুর ও রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা তাদের অসাধারণ সঙ্গীত পরিবেশনার জাদুতে অনুষ্ঠানের আসর ভড়িয়ে তুলবেন।
এই উৎসবের বিষয়ে দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জী সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তথ্য আধিকারিক আজিজুর রহমান, মহকুমা তথ্য আধিকারিক সায়ন্বিতা মাইতি, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক তথা দুর্গাপুরের বাসিন্দা সৌমিত্রজিৎ চ্যাটার্জী।
উৎসবের সময়সূচী এবং টিকিট সংক্রান্ত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সঙ্গীতপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিত আপডেটের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজগুলিতে নজর রাখার জন্য।
আশা করি এই উৎসব সকলের জন্য একটি আনন্দময় অনুষ্ঠান হবে।