
পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষা । আজ থেকে শুরু মাধ্যমিক। মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা।
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : মাধ্যমিকের গণ্ডি পড়ুয়া জীবনের সবচাইতে বড় পরীক্ষার প্রথম অভিজ্ঞতা। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি ইনফর্ম দুর্গাপুরের তরফ থেকে রইল একরাশ শুভেচ্ছা , প্রত্যেকটি পড়ুয়ার আগামীর সুদূর প্রসারীর শুভ কামনায় ইনফর্ম দুর্গাপুর।
আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চলবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। এই বছর মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে দু'ঘণ্টা। আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো সকাল ১১:৪৫ থেকে এবং শেষ হতো দুপুর ৩ টেই। এবছর থেকে মাধ্যমিক পরীক্ষার শুরু হবে সকাল ৯. ৪৫ থেকে এবং শেষ হবে দুপুর ১ টাই।
এ বছর মোট পরীক্ষার্থী প্রায় ৯ লক্ষেরও বেশি। পড়ুয়াদের সুবিধার্থে পর্ষদের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। West Bengal Board of Secondary Education এর কন্ট্রোলরুমে যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার প্রদান করা হয়েছে। পর্ষদের কন্ট্রোলরুমের নাম্বারটি হল ০৩৩-২৩৫৯-২২৭৭, ২৩২১-৩৮৪৪।
উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বরটি হল - ৯১৪৭১৩৫৭৪৮। বর্ধমান আঞ্চলিক অফিসের নাম্বার - ৯১৪৭১৩৫৭৪৭। মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর - ৯১৪৭১৩৫৭৫২। এবং পর্ষদের পরীক্ষা বিভাগের সাথে যোগাযোগের জন্য ইমেইল আইডি প্রকাশ করা হয়েছে। ইমেল আইডিটি হল examwbbse@gmail.com।
মধ্যশিক্ষা পর্ষদের এবছরের বিশেষ ব্যবস্থা প্রশ্নপত্রে লুকানো 'কোড'। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকানো রয়েছে। তাই কোন পরীক্ষার্থীর যদি প্রশ্নপত্রের পাতার ছবি তোলে তবে সেই ছবি দেখে বোঝা যাবে কার প্রশ্নপত্র। আর সেই ক্ষেত্রে কড়া পদক্ষেপ সেই পড়ুয়ার পরীক্ষা পর্যন্ত বাতিল হওয়া সম্ভাবনা থাকতে পারে। আর এই লুকানো কোডের বিষয়টি ইনভিজিলেটারদের এবং গার্ড দেরও পরীক্ষা হলে পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
কোন নিষিদ্ধ বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নিষিদ্ধ, কারোর কাছে কিছু পাওয়া গেলে পরীক্ষা বাতিলের সম্ভাবনা প্রবল। এছাড়াও পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে মোবাইল ফোন সন্তানরা কোনভাবেই পরীক্ষা হলে না নিয়ে যায় সেদিকেও নজর রাখতে হবে। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে এবং ৯.৪৫ থেকে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের বিলি করা হবে। সকাল ১০ টায় শুরু হবে পরীক্ষা।