
স্কুলের পড়াশোনার মানোন্নয়নে হাইস্পিড ইন্টারনেটের জোগান রাজ্য সরকারের
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : করোনা মহামারীর সময় অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ইন্টারনেটের গুরুত্ব ছিল অপরিসীম। সেই সময় অনেকেই অভিযোগ করেছিলেন যে রাজ্যের স্কুলগুলিতে ইন্টারনেট পরিষেবা পর্যাপ্ত নয়। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকার স্কুলগুলিতে এই সমস্যা আরও প্রকট।
দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য দাবি উঠছিল। অবশেষে সেই দাবি পূরণ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে হাইস্পিড ইন্টারনেট বসানো হবে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই একটি ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে।
ওয়েবেলকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী দু মাসের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলে ইন্টারনেট বসানোর কাজ শেষ করতে। জানা যাচ্ছে ৩৯ মাসের জন্য থাকবে এই ইন্টারনেট কানেকশনগুলো।
এই উদ্যোগের ফলে রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনার মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা নানা ধরনের শিক্ষামূলক উপকরণ ও তথ্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। অনলাইনে বিভিন্ন প্রোজেক্ট ও গবেষণা কাজ করা সহজ হবে। এছাড়াও, স্কুলগুলিকে ‘বাংলা শিক্ষা পোর্টালের’ মাধ্যমে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
এই উদ্যোগের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও যুগোপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।