
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : পুরুলিয়ার আরশা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের কলাবনিতে বাস করে খেরোয়াল হেমব্রম। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার শিকার খেরোয়াল।
রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করালেও, কোনো ফলাফল মেলেনি। তার শরীরের ডান হাতটি ঝোলানো, মুখটি বাঁকা, এমনকি দুটি হাতের সব কটি আঙ্গুলই বাঁকা, ফলস্বরূপ কোনোভাবেই হাতে লেখা তাঁর পক্ষে সম্ভব না। ভরসা বলতে শুধুই দুটি পা।
আর বাম পা দিয়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই আদিবাসী প্রতিবন্ধী বালক। যেকোনো ছাত্র-ছাত্রীর পক্ষেই এ যে কি কঠিন কাজে, তা হয়তো কারোর অজানা নয়। তবে, তার শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেনি তার ইচ্ছাশক্তি।
সিরকাবাদ উচ্চবিদ্যালয়ের ছাত্র খেরোয়াল। চলতি বছরের মাধ্যমিকে তার সিট পড়েছে স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠে এবং এই পরীক্ষার সেন্টারের দূরত্ব তার বাড়ি থেকে ১৫ কিমি। বিদ্যালয় কর্তৃপক্ষের সাহায্যে, বিদ্যালয়ের হোস্টেল থেকে সে দিচ্ছে মাধ্যমিক।
পুরুলিয়ার ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসরি কমিটির সদস্য কুণাল সেন তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ও তার এই অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানিয়েছেন। খেরোয়ালের বাবা শ্রী অজিত হেমব্রম জানিয়েছেন, " শারীরিক প্রতিবন্ধকতার পরেও, ছেলের ইচ্ছাশক্তির জোরেই , ও যাতে লেখাপড়া করতে পারে তার জন্য লড়াই করছি।"
বর্তমানে, খেরোয়ালের প্রধান লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করার। সত্যিই, এ যেন এক বিশেষ ছাত্রের অসম লড়াইয়ের রূপকথা।