Headlines
Loading...
'Naughty Boy ' কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ISRO । এবার কি তাহলে মহাকাশ থেকে চলবে নজরদারি ?

'Naughty Boy ' কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ISRO । এবার কি তাহলে মহাকাশ থেকে চলবে নজরদারি ?


বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : শনিবার দিন INSAT-3 DS নামক কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপন হয় অন্ধরপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে ।

 গত বছর থেকে ISRO চন্দ্র অভিযানে এবং মহাকাশ অভিযানে একের পর এক সাফল্য অর্জন করেছে । এবার তার তালিকায় যুক্ত হয়েছে Naughty Boy কৃত্রিম উপগ্রহ। এই উপগ্রহটির কৃত্রিম নাম হল Meteorological satellite INSAT-3DS । এটির কাজ মূলত আবহাওয়ার উপর নজরদারি রাখা।


 ISRO এই উপগ্রহ টিকে Geosyncronus launch vehicle 14- এ চাপিয়ে মহাকাশে পাঠিয়েছে। ISRO এর বিজ্ঞানীদের কাছে স্বস্তির খবর এই যে উৎক্ষেপণের সময় কোন বাধা বা বিঘ্ন ঘটেনি । কারণ তাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল GSLV-F14 রকেটের প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠা।

INSAT -3DS কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণের পর ISRO জানিয়েছে Naughty Boy -এর আচরণ ছিলো একেবারে বাধ্য, সুশৃঙ্খল । এই অভিযানে আত্মবিশ্বাস আরো বেড়ে গেল জানিয়েছেন ISRO -এর প্রধান এস সোমনাথ ।গোড়া থেকে উদ্যোগ ছিল GSLV-F14 রকেটে চাপিয়ে INSAT-3DS উপগ্রহ টিকে মহাকাশে পাঠানোর।এখনো পর্যন্ত 15 বার GSLV -F14 রকেট টি ব্যবহার করা হয়েছে তবে চারটি সফল হয়নি ।

এখনো পর্যন্ত 60 টি অভিযান চালানো হয়েছে 
PSLV(Polar Satellite Launch Vehiclle ) দারা যার তিনটি মাত্র সফল হয়নি । LMV-3 রকেট ব্যবহার করে সবকটি অভিযান সফল হয়েছে ।

শেষ -মেষ উঠবে কাটলো এবার ।২০২৪সালে ,আরো একটি গুরুত্বপূর্ণ অভিযান বরাদ্দ হয়েছে GSLV-F14 রকেটের দারা ।এই বছরই শেষের দিকে NISAR কে নিয়ে রওনা দেবে এই রকেট । এটি হবে NASA এবং ISRO -র যৌথ উদ্যোগ । এটি জলবায়ু আবহাওয়া এবং প্রকৃতিক বিপর্যয় প্রভৃতি বিষয়ে অনুসন্ধান চালাবে ।