
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : এই বছরের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকায় এক নাম নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। তিনি হলেন রতন কাহার, "বড়োলোকের বিটিলো" গানটির স্রষ্টা।
১৯৭২ সালে রচিত এই লোকসংগীত ১৯৭৬ সালে আকাশবাণীতে প্রচারিত হয়েছিল। রতন কাহার নিজেই গানটি গেয়েছিলেন।
২০২০ সালে বাদশাহের একটি মিউজিক ভিডিওতে এই গানটির লিরিক্স ব্যবহার করা হয়। কিন্তু গানটির স্রষ্টা কে, তা কেউ জানতো না, এমনকি বাদশাও না।
বিতর্কের সূত্রপাত হয় যখন বাদশা রতন কাহারকে গানটির স্রষ্টা হিসেবে স্বীকার করতে অস্বীকার করেন।
পরবর্তীতে, বিতর্কের মুখে বাদশা রতন কাহারের কৃতিত্ব স্বীকার করেন। বাদশা তার একটি নিজস্ব ভিডিওর দ্বারা এবং প্রকাশ্যে ক্ষমাও চান ।এরপর বাদশা কে দেখা যায় রতন কাহারের পাশে দাঁড়াতে ,বাদশা রতন কাহারকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন ।
এই ঘটনার পর রতন কাহারের খ্যাতি বৃদ্ধি পায়। ৮৮ বছর বয়সে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়ে রতন কাহার অত্যন্ত গর্বিত। এই পুরস্কার তার সৃষ্টি, কৃতিত্ব, গান এবং শিল্পীসত্ত্বার প্রতি সমাজের স্বীকৃতি।
শেষ বয়সে রতন কাহার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
রতন কাহারের জীবন বিতর্কের বীজ থেকে পদ্মশ্রী পর্যন্ত বিস্তৃত।