Headlines
Loading...
১০০ টি চ্যানেল ও দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবার থাকছে মুকেশ আম্বানির হাতের মুঠোয়

১০০ টি চ্যানেল ও দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবার থাকছে মুকেশ আম্বানির হাতের মুঠোয়



ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : আম্বানি পরিবারে আসতে চলেছে ব্যবসা সংক্রান্ত আবার নতুন একটি ধামাকা। মুকেশ আম্বানির হাতের মুঠোয় এবার থাকবে ১০০ টি চ্যানেল ও ২ টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম।


 Viacom 18 ও Star India এর সহযোগে শতাধিক টিভি চ্যানেল থাকছে মুকেশ আম্বানির ঝুলিতে। আবার, Reliance Industries এর সাথে Walt Disney এর সংযোগকরণ প্রায় সুনিশ্চিত। এরই সাথে, এইসকল সংযোগকরণ মিডিয়া জগতের সবথেকে বড়ো সংযোগকরণের তালিকায় প্রথম। 


Star ও Viacom সংযোগকরণ এর ফলে, আম্বানিদের Reliance industries এর অংশীদারিত্ব যেতে পারে ৫১ শতাংশেরও অধিক আর Disney এর অংশীদারিত্ব থাকছে ৪০ শতাংশ। 


তথ্যানুসারে, Reliance সংযোগকরণ অতিরিক্ত মূলধন নিয়োগও করতে পারে, যাতে নব সংস্থাটিকে ডাইরেক্ট সাবসিডিয়ারি কোম্পানি রূপে তৈরী করা যায়। এদিকে, যৌথ ইউনিট Indian Super League ও Pro Kabadi এর অধিকারও পাচ্ছে।