Headlines
Loading...
স্কুলে নীল সাদা পোশাকের রঙ নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্কুলে নীল সাদা পোশাকের রঙ নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : সম্প্রতি দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে pre-primary থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকের রং নীল সাদা করা হবে, একই সাথে প্রত্যেক ছাত্রের পোশাকে বিশ্ব বাংলা লোগো থাকবে এমনকি ছাত্র-ছাত্রীদের স্কুলব্যাগে ও বিশ্ব বাংলা লোগো থাকবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহল তথা অন্যান্য ক্ষেত্রেও ব্যাপক সমালোচনার ঝড় বয়ে চলেছে। এমনকি এই বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে।

রাজ্য জুড়ে চলছে জোর জল্পনা-কল্পনা এই নীল-সাদা স্কুলের পোশাককে কেন্দ্র করে। এবার এই বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো নিয়ে জনসমক্ষে মুখ খুললেন। এই বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি হাইকোর্টে মামলাকারীকে একহাতও নিয়েছেন। তিনি দাবি করেছেন যে এই বাংলায় আচালেও তৃণমূলের দোষ হয়। এদিন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রদানের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে জানিয়েছেন , " আমি আমার বাংলা নামটাকে ভুলে যায় কি করে ? সরকারি স্কুলের জুতো , পোশাক দিই ।

তাতে একটা লোগো থাকবে। তারা বাংলার নাম গর্ব করে বলবে। কে একটা কোর্টে গিয়ে বলল তৃণমূলের লোগো। খোঁজ রাখে না। সবকিছুতেই তৃণমূলের দোষ। লোগোটা আমি তৈরী করেছিলাম। তৈরি করে বাংলা সরকারকে দিয়েছিলাম। সরকারের যত লোগো সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নেই না। বেসরকারি স্কুল ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। সরকারি স্কুল ও করতে পারে। বারণ করিনি। শুধু স্কুলের পোশাকে একটা লোগো থাকবে। " এছাড়াও তিনি এদিন তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে এক প্রকার খোঁচা দিয়ে জানিয়েছেন , " ভারত সরকার সিলমোহর লাগাতেই পারে। বাংলার সরকার পারেনা। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগিয়ে দিত। আমরা তো সেসব করিনা।" সমস্ত স্কুলের ছাত্রদের পোশাকে সাদা প্যান্ট এবং নীল জামা।


 আর ছাত্রীদের সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক। তৈরি হবে নীল সাদা সালোয়ার কামিজ। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্র দের একটি হাফ ওয়েভ ফুল পয়েন্ট পর্যন্ত দেওয়া হবে। একই সাথে তারা একটি হাফ শার্ট ফুল শার্ট পাবে। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে শার্ট ও টিউনিক ফ্রক। একইসাথে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রী ঠাপাবে শার্ট ও স্কার্ট। ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে স্যালোয়ার কামিজ ও দুটি করে ওড়না। একই সাথে পোশাকের পকেটের কাছে থাকবে বিশ্ব বাংলা লোগো।


 এমনই একটি বিজ্ঞপ্তি জারি করে রবিবার শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে সোমবার একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এখন দেখার বিষয় একটাই যে এই সমস্ত মামলা সত্বেও কি করে রাজ্য সরকার প্রাক প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই পোশাকের ব্যবস্থা কতটা তাড়াতাড়ি করতে সক্ষম হয়।