Headlines
Loading...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ায় কনডম বিক্রির সংখ্যা গগনচুম্বী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ায় কনডম বিক্রির সংখ্যা গগনচুম্বী

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে যেভাবে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে , সেরকমই রাশিয়ায় হঠাৎ করে কনডম বিক্রির পরিসংখ্যানটা ও যেন গগনচুম্বী হয়ে উঠেছে। যুদ্ধ চলছে ইউক্রেনে একের পর এক রাশিয়ার সৈন্যরা সেখানে মিসাইল হামলা চালাচ্ছে। কিন্তু অপরদিকে এর প্রভাব সরাসরি রাশিয়াতে পড়েছে এক্কেবারে বিছানায়। অর্থাৎ যৌনমিলনের ক্ষেত্রে। এমনটাই বলা হচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য সম্প্রতি রাশিয়ায় কনডম বিক্রির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শুরু হয়েছে সমগ্র রাশিয়াজুড়ে কনডমের জন্য হাহাকার। সরবরাহ বন্ধ হতে পারে যে কোনও সময়, এই আশঙ্কায় রুশ জনতা কন্ডোমের দোকানে লাইন দিচ্ছেন। চলতি মাসে সে দেশে কন্ডোমের বিক্রি বেড়েছে প্রায় ২০০ শতাংশ। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে ইতিমধ্যেই রাশিয়ার ওপর পৃথিবীর বহু দেশে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে রাশিয়ার মুদ্রা রুবেলের অনেকটাই পতন হয়েছে। এই অবস্থায় মস্কোর আকাশে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে এই কনডমকে ঘিরেই। যার ফলে কনডমের দাম যেকোনো সময় যেকোনো মুহূর্তে আরো বহুগুণ বৃদ্ধি পেতে পারে সেই আশঙ্কায় রাশিয়ার মানুষ লম্বা লাইন দিয়েছে কনডমের দোকানে। এই মুহূর্তে রাশিয়ার জনগনের কাছে একটাই সন্দেহ সৃষ্টি হয়েছে যেকোনো সময় যেকোনো মুহূর্তে সমগ্র রাশিয়া জুড়ে কনডম সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।