
রঙিন বসন্তে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার কর্মসূচী জঙ্গলমহলে, ব্রাত্যজনের সাথে
নিজস্ব সংবাদদাতা : ঝরাপাতার শীত শেষে বসন্তের নবপল্লব আর শিমুল পলাশের লালিমায় রাঙানো দিনে দুর্গাপুরের পরিচিত মানবাধিকার ও সমাজসেবী সংগঠন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়া, সঙ্গে সহযোগী SERVE. পালন করলো বসন্তের উৎসবে তাদের কর্মসূচী।
সকাল থেকেই সাজো সাজো রব কাঁকসার জঙ্গল মহলে ধোবারু-রানীসায়ের এলাকায়। পৌঁছে গেছেন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার প্রানপুরুষ সম্পাদক সৌরভ আইচ, সভাপতি শুভজিৎ নিয়োগী তাদের দলবল নিয়ে। এসে গেছেন SERVE-র কর্মকর্তারা। ভীড় বাড়াচ্ছে কচিকাঁচাদের দল, সাথে তাদের অভিভাবকরা। এসে উপস্থিত এই কর্মযজ্ঞের অন্যতম নেপথ্য নায়ক প্রচার বিমুখ সমাজসেবী দুর্গাপুরের বিশিষ্ট হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী তপন ব্যানার্জী।
গল্পে আলোচনায় পরিকল্পনা চলতে লাগলো এই অঞ্চলের ব্রাত্য মানুষগুলোর জন্য আগামীদিনের কর্মসূচীর। সার্ভের সদস্য, মানবাধিকার কর্মীরা আলোচনা করতে থাকেন বিভিন্ন অধিকার, সরকারী প্রকল্প ইত্যাদি নিয়ে। আলোচনায় অংশ নিলেন সহ সভাপতি ডাঃ সুব্রত দে, নন্দিনী চ্যাটার্জী, সহ সম্পাদক চৈতালি নিয়োগী, স্বপন দাস, মানস মিত্র, বিভিন্ন পদাধিকারী ও সদস্য শুভেন্দু কেশ, চন্দ্রভান সিং, দেবারতি নিয়োগী, সোমা দাস, সায়ন্তন কেশ, বিশ্বরূপ ঘোষ, অতনু চক্রবর্তী, মৌ কোনার সহ আরো অনেকে।
ইতিমধ্যে একদিকে শুরু হয়ে গেছে মধ্যাহ্নভোজের রান্না। অন্যদিকে মাঠে প্রাক্তন জাতীয় অ্যাথলিট সোমা দাসের পরিচালনায় কচিকাঁচাদের দল। তাদের হাতে সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হল ভলিবল, ভলিবলের নেট, ফুটবল। রোদ গরমকে উপেক্ষা করে খানিক্ষন চললো নেট টাঙিয়ে ভলিবল খেলা।
এবার বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় দেড়শ কচিকাঁচা এতে অংশ নিলো।
ইতিমধ্যে এসে উপস্থিত হলে কাঁকসা ট্রাফিক ও.সি. প্রসেনজিত বসাক ও তার সহকর্মী কয়েকজন। প্রায় ৩০ জনের হাতে তুলে দেওয়া হল নতুন টি-শার্ট। সংগঠনের সহ সভাপতি নন্দিনী তার মেয়ের জন্মদিন উপলক্ষ্যে সকলের হাতে তুলে দিলেন কেক,টফি। ডাঃ সুব্রত দে তুলে দিলেন চকোলেট। শিল্পী অরুন পাল ওদের হাতে তুলে দিলেন বিস্কুট ও টফি।
শেষ হলো বসে আঁকো প্রতিযোগিতা। অবাক করে দিলো বাচ্চারা। প্রথাগত ট্রেনিং ছাড়াই প্রকৃতির প্রতি তাদের ভালোবাসাকে তুলে আনলো সাদা কাগজে।
এবার মধ্যাহ্নভোজ। আয়োজন সামান্য। ভাত,ডাল,তরকারী, মুরগীর মাংস আর চাটনি। প্রায় ৩০০ মানুষ। তাদের হইচই, চকচকে মুখ বুঝিয়ে দিচ্ছে কতটা খুশী ওরা। আনন্দিত হিউম্যান রাইটস এর সদস্য, কর্মকর্তা ও সার্ভের কর্মকর্তাও।
এবার অনুষ্ঠান শেষের দিকে। পুরষ্কার দেওয়া হলে বসে আঁকোতে সফল প্রতিযোগীদের। ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সার্ভের কর্মকর্তারা শেফালি ও সুব্রতবাবু সম্বর্ধিত করলেন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়া ও প্রাক্তন অ্যাথলিট সোমা দাসকে। সার্ভেকে অভিনন্দন জানিয়ে ও মানবাধিকার সম্বন্ধে ছোট্ট বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শুভজিৎ নিয়োগী। এরপর ছোট মেয়েদের আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে শেষ হয় এই অন্যরকম কর্মসূচী।
আলো ফুটুক আলো ফুটুক
সবুজ গাছের ফাঁকে
আলো জ্বলুক আলো জ্বলুক
ডাগর স্বপ্নচোখে
মশাল জ্বলুক পুড়াক আঁধার
খলবলিয়ে হেসে উঠুক নতুন সকাল।