
State
Durgapur Women's Development Organisation : " ভালো থেকো ভালো রেখো " কর্মসূচি নিয়ে দুর্গাপুরে সুখের চাদর
সৈকত শর্মা, দুর্গাপুর : রবিবার কলকাতার একটি সমাজসেবী সংগঠন সুখের চাদর এর বিশেষ উদ্যোগে শহর দুর্গাপুরের আরোও একটি সুপরিচিত সংগঠন ওমেন্স ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর ছোট ছোট শিশুদের পড়াশুনোর বইপত্র থেকে শুরু করে, খাওয়া-দাওয়া এমনকি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান কর্মসূচি অনুষ্ঠিত করা হয়।
এদিন এই অনুষ্ঠানে প্রায় দুর্গাপুর ওমেন্স ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর ১৩০ জন ছোট ছোট শিশুদের পড়াশুনার সামগ্রী ও খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন " সুখের চাদর " এর সদস্যগণ ও দুর্গাপুর ওমেন্স ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সদস্যরা।