Headlines
Loading...
Horses Running To Durgapur : টকবক টকবক ছুটছে ঘোড়া ,   ঘুরছে পাড়াময়

Horses Running To Durgapur : টকবক টকবক ছুটছে ঘোড়া , ঘুরছে পাড়াময়

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : আমরা সচরাচর আমাদের চারিপাশে গরু ছাগল বিভিন্ন ধরনের প্রাণীদের মাঠে-ঘাটে ঘুরে বেড়াতে  একই সাথে ঘাস খেতে দেখে থাকি। 

কিন্তু কখনও কি আমাদের চারিপাশে ঘোড়া কে ঘুরে বেড়াতে দেখেছি। কেউ কেউ দেখে থাকতেও পারি অবশ্য তা নেহাতই খুবই ক্ষীণ সংখ্যক। এমনই এক বিরল দৃশ্য দেখা গেল দুর্গাপুর বিধান নগর এর হাউসিং এলাকায়।

 বিগত কয়েক দিন যাবত বিধান নগর হাউজিংয়ে দুটি ঘোড়া একটি লাল ও একটি সাদা ঘোড়া সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। ওই ঘোড়া দুটি কে বা কারা ছেড়ে দিয়ে গেছে সেই বিষয়টি অবশ্য কারো জানা নেই। বেশ কয়েকদিন যাবৎ ঘোড়া দুটি বিধান নগর হাউসিং কমপ্লেক্স এর ভেতরে থাকার কারণে স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। বিধান নগর হাউসিং কলোনির বাসিন্দারা অনেকেই রীতিমতো ওই ঘোড়া দুটিকে খাবার যোগান দিয়ে চলেছে। ঘোড়া দুটিও বহাল তবিয়তে রয়েছে বিধান নগর হাউসিং কলোনির মধ্যে।   এখনো পর্যন্ত ঘোড়া দুটি কার এবং কোথা থেকে এসেছে সেই বিষয়টি সুস্পষ্ট ভাবে জানা যায়নি।

 ঘোড়া দুটি বিধান নগর হাউসিং কমপ্লেক্স এর ভেতরে থাকার কারণে আট থেকে আশি প্রত্যেকের কাছেই এক প্রকার মনোরঞ্জনের বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে।