
State
Stop Drinking Water Supply : দক্ষিণ কলকাতায় বন্ধ পানীয় জল সরবরাহ , জয়হিন্দ প্রকল্পের মেরামতি কাজের জন্য
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : দক্ষিন কলকাতার বেশ কিছু এলাকায় আজ বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।
মার্চ মাস শুরু হতে না হতেই গরমে নাজেহাল অবস্থা মানুষ এর । ঠিক এমন সময় আজ অর্থাৎ শনিবার সকাল ১০টা থেকে বন্ধ দক্ষিন কোলকাতা র বেশ কিছু এলাকায় বন্ধ জল সরবরাহ । কলকাতা র পুরোসভার তরফ থেকে জানানো হয়েছে ধাপার জয় হিন্দ জল প্রকল্পে কিছু সমস্যা আছে । এবং তার জন্য ই সেই সমস্যার সমাধান করা হচ্ছে যার ফলে একদিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ গড়িয়া , গড়িয়া ,পাটুলি, মুকুন্দ পুর , বাঘাযতীন ইত্যাদি এলাকার মানুষেরা আজকে একটু জলের সমস্যায় পরেছেন । তবে আগামী কাল অর্থাৎ রবিবার এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিষেবা আবার আগের মত অর্থাৎ স্বাভাবিক হয়ে যাবে ।