
Petrol And Diesel Prices : গত পাঁচ দিনের মাথায় চতুর্থবারের জন্য ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : গত পাঁচ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থ বার। ফের বাড়িয়ে দেওয়া হল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার দুটির ডামই লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। তেল সংস্থাগুলির দাবি কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়াতে হচ্ছে।
গত বছর ৪ নভেম্বর থেকে তেলের দাম বাড়ানো হয়নি।
তবে সেটা যে শুধুমাত্র পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে, তা বুঝতে কারও কোনো অসুবিধা ছিল না। গত ১০ মার্চ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই তেলের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনাই আপাতত সত্যি হচ্ছে।
শহর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন বেড়ে হয়েছে ১০৭.৯৮ টাকা। ডিজেলের নয়া দাম হয়েছে ৯৩.০৮ টাকা। গত পাঁচ দিনে এই নিয়ে মোট ৩ টাকা ২০ পয়সা করে বাড়ল লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম।
এই বৃদ্ধি চলতে থাকলে আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, গত নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮২ ডলার। সেটা এখন বেড়ে হয়েছে ১১৭ ডলার। এর পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যতম একটা কারণ। আগামী দিনে ভারতে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।