
আত্মঘাতী পথ বেছে নিতে হলো সজলকে, এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল ভালবাসাটাকে, মাঝ রাস্তায় হাত ছাড়তে চাইলে সজল !
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল, উত্তর ২৪ পরগনা : দীর্ঘদিন প্রেম করেও অন্য জায়গায় প্রেমিকার বিয়ের সম্বন্ধ পাকা হয়ে যাওয়ায় আত্মঘাতী হলো প্রেমিক । জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সজল কুমার বিশ্বাস ।
উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া এলাকার বাসিন্দা, ভালোবাসার সম্পর্ক তাদের অনেকদিনের কিন্তু প্রেমের সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল প্রেমিকা ।
কাজের সূত্রে ভীম রাজ্যে অর্থাৎ মুম্বাই ছিলেন ওই ব্যক্তি । সেখানেই আত্মঘাতী পথ বেছে নেন ওই ব্যক্তি । পরিবারের দাবি, পাশের গ্রামের একজন মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো
কিন্তু প্রেম করেও অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ায় জন্যই নাকি সজলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় প্রেমিকা কিন্তু প্রেমিক সজল বহুবার তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে কিন্তু কোনভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি । এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল ছিল প্রেমিক সজল ।
তবে এই বিষয়ে মেয়েটির পরিবারের কাছ থেকে কিছু জানার চেষ্টা করা হলেও তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে দেয় প্রেমের সম্পর্কটা কে । জানা গেছে মেয়েটির পরিবার সূত্রে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না।