Headlines
Loading...
Safe Human Rights Council এর সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন শিল্পাঞ্চল দুর্গাপুরে

Safe Human Rights Council এর সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন শিল্পাঞ্চল দুর্গাপুরে

 

সৈকত শর্মা, পশ্চিম বর্ধমান : স্রেফ হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে রবিবার বিকালে দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ এভিনিউতে একটি সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে এটাই বোঝানো হয় যে ১৮ বছরের নিচে কোন মেয়েকে ও ২১ বছরের নিচে ছেলেদের বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ।

 এরকম অপরাধমূলক কাজ কোথাও হলে সরাসরি Human Rights কে জানতে যেনো কোনো প্রকার দ্বিধাবোধ না করে সাধারণ মানুষ। সেফ হিউম্যান রাইটস সব সময় সাধারণ মানুষের সাথে ও পাশে আছে এমনই বার্তা দেয়া হয় ওই এলাকার সাধারণ মানুষকে।  



রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অবন্তিকা শ্যামরায় , ডিস্ট্রিক প্রেসিডেন্ট সোমনাথ নায়ক সহ সংগঠনের সঙ্গে যুক্ত অর্থাৎ  স্রেফ হিউম্যান রাইটস কাউন্সিলের একাধিক কর্মীবৃন্দ ।