
পরীক্ষায় ফেল করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দুর্গাপুরের এ ভি বি স্কুলে
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : সোমবার দুর্গাপুরের এ বি এল টাউনশিপ এ অবস্থিত এ ভি বি বিদ্যালয়ে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কে কেন্দ্র করে শুরু পরীক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উত্তেজনা।
এদিনের এই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় , যার দরুন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে নিউ টাউন শিপ থানার পুলিশ।
এই বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়
এবছর ওই স্কুল থেকে মোট ৮০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল । কিন্তু তার মধ্যে ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছে ।
এর মধ্যে ৮ জন অর্থনীতিতে ও বাকিরা অন্য সমস্ত বিষয়ে। স্কুল কর্তৃপক্ষ জানায় ফলাফল প্রকাশের পর কারোও মনে যদি কোনরকম সংশয় হয়ে থাকে , তবে তারা খাতা পুনরায় চেক করার ব্যবস্থা নিতে পারে।
এদিন এই ঘটনার রেশ দীর্ঘক্ষণ চলার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনায় এদিন বিদ্যালয় চত্তর যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে।