Headlines
Loading...
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করলো মেধাবী ছাত্র রৌনক

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করলো মেধাবী ছাত্র রৌনক

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক :  জীবনের প্রথম বড় পরীক্ষা, আর তাতেই দ্বিতীয় স্থান অধিকার । খুশি হওয়া পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে । 


পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের মেধাবী ছাত্র  রৌনক মন্ডল, মাধ্যমিক পরীক্ষায় রৌনক এর প্রাপ্ত নম্বর ৬৯২ ।


পরিবার সূত্রে জানা গিয়েছে, রৌনক নাকি বরাবরই মেধাবী ছাত্র ছিলো । তবে এত ভাল রেজাল্ট করবে রৌনক তার বাবা-মা ভাবতেও পারেনি ।


 ছেলের এই অবিশ্বাস্য মাধ্যমিকের ফলাফলে গর্বিত রৌনক এর মা-বাবা থেকে আত্মীয়-স্বজনরা ও পাড়া-প্রতিবেশীরা ।