
সৈকত শর্মা, পশ্চিম বর্ধমান : আবারো এক মহৎ মানবিকতার পরিচয় পাওয়া গেলো দুর্গাপুর ইস্পাত নগরীতে । দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী পারিবারিক সমস্যাজনিত কারণে দীর্ঘদিন ধরে সেই স্কুলের মাসিক মাইনে দিতে না পারায় তার স্কুলের যাবতীয় সার্টিফিকেট ও রেজাল্ট জমা ছিল ।
সে কথা HSCL ওয়েলফেয়ার সোসাইটির কাছে গেলে HSCL এর ফাউন্ডার A K GUPTA তৎক্ষণাৎ স্কুলে গিয়ে ওই ছাত্রীর সমস্ত রকম ব মিটিয়ে তার স্কুলের রেজাল্ট ও সার্টিফিকেট তার হাতে তুলে দেন A K GUPTA ।
তিনি এও জানান যে তার ছেলে অমরেশ গুপ্তা বার্ষিক দু'লক্ষ টাকার অনুদান করবে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে যাতে কিছু দুস্থ পরিবারের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে সেই জন্যেই ।