
State
আগামী একুশে জুলাইকে কেন্দ্র করে দুর্গাপুরে চলছে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন
এমনই এক কর্মসূচিতে শুক্রবার দুর্গাপুরে এক নম্বর ব্লকে তিন নম্বর ওয়ার্ডে এক নম্বর এসসি ছেলের ব্লক সভাপতি শেখর রামের উদ্যোগে শুরু হয় প্রথম দেয়াল লিখন কর্মসূচি।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার , এক নম্বর এসসি সেল এর ব্লক প্রেসিডেন্ট শেখর রাম সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিনের এই কর্মসূচিতে বিধায়ক নিজো হাতে দেওয়াল লিখন এর মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন।