
Safe Human Rights Council এর জেলা পশ্চিম বর্ধমান শাখায় সম্বর্ধনা সভার আয়োজন, শিল্পনগরী দুর্গাপুরের চন্ডীদাস বাজার সংলগ্ন এলাকার দপ্তরে
সৈকত শর্মা, পশ্চিম বর্ধমান : মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন NGO তরফ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন আমাদের প্রচেষ্টা, এবং আলাপ ফাউন্ডেশন, এছাড়াও বিভিন্ন NGO এর তরফ থেকে সংবর্ধনা জানানো হয়,
safe human rights Council এর স্টেট ইনচার্জ দেবেশ বৈদ্য কে। প্রসংগত জানিয়ে রাখা ভালো গত কয়েক দিন আগে একটি হারিয়ে যাওয়া নাবালিকা মেয়ে কে 24 ঘন্টা কাটার আগে তার মায়ের কোলো ফিরিয়ে দিয়েছেন।
সেই উদ্দেশ্যে শহরের বিভিন্ন NGO এর তরফ থেকে একটি সংবর্ধনা জানানো হলো দেবেশ বৈদ্য কে। এ ছাড়াও বেশ কয়েক দিন আগে, একজন বাকরূদ্ব মেয়ে কে বিয়ে দিয়েছেন তিনজন মহিলা। সেই তিনজন মহিলাকে সংবর্ধনা জানানো হলো Safe human rights Council এর তরফ থেকে।
safe human rights Council এর স্টেট ইনচার্জ দেবেশ বৈদ্য জানিয়েছেন, তিনি কোনো কারনে উপস্থিত না থাকতে পারাই, তার এই সংবর্ধনা সারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তারি অভিভাবক এবং দাদা চিরঞ্জিত বাবুর হাতে।
তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন ভবিষ্যতে প্রত্যেকটি NGO এবং স্বেচ্ছাসেবক দের এক সঙ্গে কাজ করতে হবে এবং এই সংবর্ধনা পাওয়ার পর তিনি ধন্যবাদ জানিয়েছেন সমস্ত NGO কে।