Headlines
Loading...
সাবাস খানের উদ্যোগে এপিজে আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

সাবাস খানের উদ্যোগে এপিজে আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

 

সোমনাথ নায়ক, পশ্চিম বর্ধমান : পবিত্র মহরম উপলক্ষে দুর্গাপুরে আইনস্টাইন জে সি বোস  এলাকায় সাবাস খানের উদ্যোগে এপিজে আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় ও ছোট ছোট বাচ্চাদের বই খাতা বিতরণ করা হয়। 



এ অনুষ্ঠানে ব্রাহ্মণ খৃষ্টান ও ইসলাম তিন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত থেকে এই দিনটিকে মহাসমরে উদযাপিত হয় এছাড় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কেশব ব্যানার্জি এক নম্বর ব্লক প্রেসিডেন্ট এস সি সেল এর শেখর রাম ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিব ঘোষ তিন নম্বর ওয়ার্ডের পৌরোমাতা ধৃতি ব্যানার্জি জালাল সহ আরো অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ এই অনুষ্ঠানের মূল মন্ত্র ছিল ধর্ম যে যার আমরা সবাই মানুষ আমরা ভারতীয় আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং আগামীদিনে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে এই বার্তা কে পৌঁছে দিতে চেয়েছেন ।