Headlines
Loading...
ইস্টবেঙ্গলের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিল্পনগরী দুর্গাপুর রবীন্দ্র ভবনে অভিনব এক কর্মসূচী

ইস্টবেঙ্গলের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিল্পনগরী দুর্গাপুর রবীন্দ্র ভবনে অভিনব এক কর্মসূচী

 


সোমনাথ নায়ক, পশ্চিম বর্ধমান : সোমবার ইস্টবেঙ্গলের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিল্পনগরী দুর্গাপুর রবীন্দ্র ভবনে অভিনব এক কর্মসূচীর আয়োজন করা হয় ।


 জানা গিয়েছে, প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগের উদ্যোগে সোমবার লাল হলুদ সমর্থকদের নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় । এই কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল ইলিশ মাছ । 


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার অমিতাভ ঘোষ এছাড়াও আবেগী ফুটবলপ্রেমী লাল হলুদের সমস্ত সদস্যগণ । 


আজ এই কর্মসূচিতে একাধিক সদস্যকে  ইলিশ মাছ খাওয়ানোর সুব্যবস্থা করা হয় ।