Headlines
Loading...
পার্থ চট্টোপাধ্যায় এর পর্বের মধ্যেই রাজ্যে অতিরিক্ত সাতটি জেলার নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায় এর পর্বের মধ্যেই রাজ্যে অতিরিক্ত সাতটি জেলার নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক :  সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ''রাজ্যে আরও সাত নতুন জেলা হচ্ছে।'' ইতি মধ্যেই রাজ্য জুড়ে চলছে গরম আবহাওয়া পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে। 



সভাপতি সাধারণ মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে নতুন এই সাতটি জেলাকে নিয়ে , আসুন দেখে নিই কোন কোন জেলা নতুন হচ্ছে রাজ্যে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তর ২৪ পরগনাতে হচ্ছে তিনটে জেলা। বনগাঁ, বাগদা ওখানে পড়ে বলে ইছামতি জেলা হচ্ছে। এছাড়াও জেলা হচ্ছে বসিরহাট। যার নাম পরে দেওয়া হবে। নতুন জেলা হচ্ছে সুন্দরবন জেলা। মুর্শিদাবাদে মোট হচ্ছে তিনটে জেলা কান্দি, বহরমপুর ও মুর্শিদাবাদ। বাঁকুড়ায় হচ্ছে নতুন জেলা বিষ্ণুপুর, নদীয়া পাচ্ছে রানাঘাট জেলা।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি। নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা হচ্ছে। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ও সুন্দরবন নামে দুটি নতুন জেলা হচ্ছে।




এ রাজ্যে যে নতুন সাতটি জেলার নাম ঘোষণা করা হয়েছে , সেগুলি যথাক্রমে


১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা)


 ২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা) 


৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে) 


৪) রাণাঘাট (নদিয়া) 


৫) বিষ্ণুপুর (বাঁকুড়া) 


৬) বহরমপুর 


৭) কান্দি (মুর্শিদাবাদ)