Headlines
Loading...
দিদিকে শ্বাস রোধ করে খুনের চেষ্টা ভাই এর পরিবারের

দিদিকে শ্বাস রোধ করে খুনের চেষ্টা ভাই এর পরিবারের

  
সোমনাথ নায়ক, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে বড় দিদির বাড়িতে এসে খুনের চেষ্টা করলো নিজের ভাই,ভাই এর বৌ ও তার বড় মেয়ে |ভাই গৌর ধীবর ও তার পরিবারের বাস আউশগ্রাম থানার অন্তর্গত আদুরিয়া গ্রামে |মঙ্গলবার বৃষ্টিস্নাত দুপুর বেলায় হটাৎ বড় দিদি প্রতিমা ধীবরের এজোনের শিবাজী রোডে অবস্থিত ডিএসপি আবাসনে আসে তারা | সেই সময় স্বামী তপন কুমার ধীবর ও পুত্র ডিউটি তে ছিলেন |সেই সুযোগে তারা দিদিকে ভাই গৌর ধীবরের আদুরিয়ায় অবস্থিত বাসস্থানের পাশের জমিটি  তার নামে যাতে লিখে দেওয়া হয় তার জন্য চাপ দেয় |


এরপর কিছু কথা কাটাকাটি হয় |এই সময় গৌর ধীবর সহ তার স্ত্রী চৈতালি ,মেয়ে শ্রীপর্ণা অসহায় প্রতিমা ধীবরকে মারধর করে |বুকে সজোরে আঘাত করা হয় এবং শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ |এই সময় প্রতিমাদেবীর চশমাও ভেঙে দেওয়া হয় এবং ফোন টি ফেলে দেওয়া হয় অন্যত্র |ফলে কোনোভাবেই কাউকে এই ঘটনা জানাতে পারেননি | তবে বড় ছেলে ডিউটি থেকে এসে দেখে যে মা প্রায় অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পরে আছে এবং তারপরেই দেরি না করে স্থানীয় ডিএসপি হাসপাতাল এ ভর্তি করেন তার ছেলে |এরপর লিখিত অভিযোগ করেন প্রতিমা ধীবরের স্বামী ও পুত্র |স্বামী তপন ধীবর জানিয়েছেন ,"স্ত্রী প্রতিমা অসুস্থ |অনেক দিন ধরেই জমিটি নিয়ে বিবাদ হচ্ছে আমাদের সাথে শ্যালক গৌর ধীবরের | প্রতিবার জমির মাপজোকে বাধা দেয় তারা |বারবার জমিটি তার নামে লিখে দেওয়ার জন্য বলতো আমাকে|কিন্তু আমি রাজি হইনি |ও ভাবতো স্ত্রী প্রতিমা হয়তো বাধা দিচ্ছে |সেই জন্য হয়তো আজ পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে |"

প্রতিবেশীরা জানায় যে তারা দুপুরে ভারী বৃষ্টিপাতের জন্য কোনোভাবেই ঘটনার আঁচ করতে পারেনি |

প্রশাসন দ্রুত এই ঘটনায় অভিযুক্ত দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে |