
প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে মিষ্টির ব্যবসা
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : শিল্পনগরী দূর্গাপুরের বিধান নগর হাডকো মোড় সংলগ্ন এলাকার একটি নামী মিষ্টির দোকান 'বুড়োরাজ সুইটস' এর কর্ণধার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকানের পাশে থাকা সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে রমরনিয়ে চালিয়ে যাচ্ছে মিষ্টি সরঞ্জাম রাখা ও মিষ্টি বানানোর কাজ । শুক্রবার এমনই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাধিকবার দোকানের কর্ণধার এর কাছে এ বিষয়ে প্রতিবাদ করা হলে তিনি কোন কর্ণপাতই করেন না । এমনকি তার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে তিনি নাকি প্রশাসনকে গোলাপি নোটে কিনে রেখেছেন ।
জানা গিয়েছে একাধিকবার প্রশাসনকে জানালেও প্রশাসন ১-২ বার আসে তখন বাসস্ট্যান্ড খালি হয়ে যায়। ও দুদিন পরে আবার দখলের দৃশ্য দেখা যায়। এমন কি খবর করতে গিয়ে ইতিপূর্বে কয়েকজন সাংবাদিককে হুমকির মুখে পড়তে হয় । সংবাদ মাধ্যম যখন চতুস্ত স্তম্ভ , তখন একজন সাধারন মানুষ তার প্রভাব খাটিয়ে কিভাবে একজন সাংবাদিককে হেনস্থা করতে পারে ? তাহলে এইরকম দৃশ্য দেখে কি এটাই মনে করা হচ্ছে যে অর্থ সব ? প্রশাসন কি এই বিষয়ে কিছুই করবে না বা কোন কড়া ব্যবস্থা নেবেনা ? হয় তো বা নেবে যখন হঠাৎ করে বাস স্ট্যান্ড থেকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আবার দুদিন পরে সেই একই অবস্থায় পরিণত হবে ।
তাহলে একেই বলে কি অর্থের ক্ষমতা ? তাহলে মনে করা হচ্ছে নোটের গল্পটা তাহলে সত্যি ! উত্তর কি পাবে ওই এলাকার মানুষ ? তাহলে কি সরকারি যাত্রী প্রতীক্ষালয় কিভাবে বেআইনি ভাবে দখল হয়ে দোকানের কাজে ব্যবহার করা হবে? কি উত্তর দেবে প্রশাসন?