Headlines
Loading...
ক্রিকেটার শামি, টেবিলটেনিস তারকা ঐহিকাসহ ২৬ জনকে "অর্জুন পুরস্কারে" স্বীকৃতি

ক্রিকেটার শামি, টেবিলটেনিস তারকা ঐহিকাসহ ২৬ জনকে "অর্জুন পুরস্কারে" স্বীকৃতি

 

নিজস্ব প্রতিবেদন : সাধারণ এহিকার অসাধারণ হয়ে ওঠা। বিশ্বজুড়ে  পরিচিতি  পেয়েছে  তার নিজ দক্ষতায়। চীনের বিশ্বখ্যাত টেবিলটেনিস জুটিকে পরাজয় করেছিলেন সুতীর্থা মুখোপাধ্যায় ও এহিকার যুগ্ম জুটি। তার এই দুর্দান্ত প্রতিভার সম্মানে এহিকাও "অর্জুন পুরস্কার" প্রাপ্ত এর তালিকায়। 



 ভারত সরকার কর্তৃক  "মেজর ধ্যানচাঁদ পুরষ্কার" এর পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান "অর্জুন পুরস্কার" । ইতিমধ্যেই, গত  বুধবার ঘোষণা  হয়, অর্জুন পুরস্কার-২০২৩ প্রাপকদের নাম। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক জানিয়েছেন, নতুন বছরের ৯ই জানুয়ারি, রাষ্ট্রপতি ভবনে স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দেবেন প্রাপ্য ক্রীড়াবিদদের হাতে। মোট ২৬ জন ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


অর্জুন পুরস্কারের জন্য, প্রথমেই রয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপে তাঁর অভাবনীয় ক্রীড়াকৌশল যে তাঁকে এই পুরস্কার এনে দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে তাঁকে খেলতে দেখা যায়নি। পরবর্তীতে হার্দিক পান্ডিয়ার পায়ে চোট আঘাতের জন্য, দলে তিনি খেলার সুযোগ পান। তারপর, ক্রিকেটের সম্মুখ-সমরে তিনি নিজের কৃতিত্ব নিজেই স্থাপন করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় তিনি রয়েছেন পঞ্চম স্থানে ও প্রথম ভারতীয় হিসেবে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে বর্তমানে তাঁর ঝুলিতে।শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও,BCCI এর অনুরোধের জেরে তাঁর নাম যুক্ত করা হয়েছে এই পুরস্কার প্রাপকদের সঙ্গে। শামি ছাড়াও, অর্জুন পুরস্কার পাচ্ছেন টেবিলটেনিস তারকা  ঐহিকা । তার এসিয়ান গেমস এর বিজয় ক্রীড়া জগতে সুনাম এনেছে । তাছাড়াও, এই পুরস্কার প্রাপকের তালিকায় নাম রয়েছে ভারতের দাবাড়ু বৈশালী রমেশবাবুর ও। প্রসঙ্গত উল্লেখ্য,তাঁর ভাই ও ভারতীয় বিশিষ্ট দাবাড়ু প্রজ্ঞ্যানন্দ রমেশবাবু ২০২২ অর্জুন পুরস্কারপ্রাপক। তাছাড়াও,


• ২০২৩অর্জুন পুরষ্কার প্রাপকদের মধ্যে রয়েছেন - 

●অন্তিম ও সুনীল কুমার (কুস্তি)

●এশা সিং ও ঐশ্বর্য সিং তোমর (শ্যুটিং)

●ওজার দেওতালে ও অদিতি গোপীচাঁদ (তীরন্দাজ)

●মুরলী শ্রীশংকর ও পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স)

●এম. হুসামুদ্দিন (বক্সিং)

●দীক্ষা দাগার (গলফ)

●পবন কুমার ও ঋতু নেগী (কাবাডি)

●নাসিন (খো খো)

●পিঙ্কি (লনবল)

● দিভ্যাকৃতি সিং ও এ. আগরওয়াল (ইকোয়েস্ট্রিয়ান)

 ●প্রাচী যাদব (প্যারা ক্যানোয়িং)

●সুশীলা চানু ও বাহাদুর পাঠক (হকি)

●শীতল দেবী (প্যারা আর্চারি)

●অজয় রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট)

●এন. রশিবিনা দেবী (উশু)

●হারিন্দার পাল সিং সান্ধু (স্কোয়াশ)


•দ্রোণাচার্য পুরস্কার (life time achievement)২০২৩ পাচ্ছেন - 

●জয়ন্ত পুশিলাল (টেবিল টেনিস)

●ভাস্কারণ ই (কবাডি)

●জে. সিং গ্রেওয়াল (গলফ)


•দ্রোণাচার্য পুরষ্কার (রেগুলার)২০২৩ পাছেন --

●আর. বি. রমেশ (দাবা)

●মহাবীর সাইনি (প্যারা অ্যাথলেটিক্স)

●গণেশ প্রভাকর (মাল্লাখাম্ব)

●ললিত কুমার (কুস্তি)

●শিবেন্দ্র সিং (হকি)


•মেজর ধ্যানচাঁদ খেলরত্ন(রেগুলার)পুরষ্কার পাচ্ছেন --

●চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন)

●সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডী (ব্যাডমিন্টন)


•মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (life time achievement) ২০২৩ পাবেন --

●মঞ্জুষা কানোয়ার (ব্যাডমিন্টন)

●বিনীত কুমার শর্মা (হকি)

●কবিতা সেলভারাজ (কবাডি)


এই সমস্ত ভারতীয় কৌশলী ও দক্ষ ক্রীড়াবিদের নৈপুণ্য ভারতকে বারবার বিভিন্ন ক্ষেত্রে গর্বিত করেছে। বিদেশের মাটিতে বিভিন্ন খেলার বিভিন্ন ক্ষেত্রে, ভারতের পতাকা বারবার উড্ডীন করেছে এই ক্রীড়াবিদরা। "অর্জুন পুরস্কার " প্রাপ্তদের  প্রতি Inform Durgapur Digital  এর তরফ থেকে অভিনন্দন   এবং আগামীর একরাশ শুভেচ্ছা ।