Headlines
Loading...
উপরাষ্ট্রপতিকে নকল কল্যাণের, সাংবিধানিক পদকে অপমান বিরোধীদের

উপরাষ্ট্রপতিকে নকল কল্যাণের, সাংবিধানিক পদকে অপমান বিরোধীদের

 


বিশেষ প্রতিবেদন : মঙ্গলবারে বিরোধীদলের "India" জোটের বৈঠকে উঠে এলো এক লজ্জাজনক ঘটনা। নতুন পার্লামেন্টের মকর দ্বারে একদিকে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী , অপরদিকে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এর মিমিক্রি করতে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এটা দেখে হাসি উপচে পড়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের, তৃণমূল এর প্রবীণ সাংসদ সৌগত রায়ের ও অন্যান্য বিরোধী সাংসদদের। এমনকি এই সমগ্র ঘটনার ভিডিও করতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। তারপর নেট মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই ভিডিও।


এই বিষয় নিয়ে রাজ্যসভায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই ঘটনার বিরুদ্ধে, তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, "চোর মাচায়ে শোর" । তিনি জানিয়েছেন,"এই সাংসদদের কিছুজনকে কেন সাসপেন্ড করা হয়েছে তা এই ঘটনা থেকেই খুব স্পষ্ট করে জানা যাচ্ছে, এমন ঘৃণ্য কাজ করতে তারা বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেননি। অহংকারী জোটের দলগুলোর মধ্যে, কে কতখানি নিম্নমানের হতে পারে, সেই নিয়েই হয়তো প্রতিযোগীতা চলছে।"  এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন,"ক্ষমতায় থাকলে বিরোধীরা গণতন্ত্রকে নিজেদের দাস বলে মনে করেন। আর যখন ক্ষমতায় থাকেন না, তখন গণতন্ত্রের বদনাম করেন। দেশ তাদের এই দ্বৈত চরিত্রকে ধরে ফেলেছে।"


এদিকে বিজেপি দলের পক্ষ থেকেও এসেছে চরম নিন্দা। এই ঘটনাকে গণতন্ত্রের পক্ষে চরম "লজ্জাজনক" বলে দাবি জানিয়েছেন তাঁরা। অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন,"সংসদের মধ্যে একনায়কতন্ত্র চালানো হচ্ছে।" এই প্রসঙ্গে, রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া শশী থারুর বলেছেন,"বিরোধী মুক্ত রাজ্যসভা ও লোকসভা চাইছেন কেন্দ্রীয় শাসকদল। এদেশে সংসদীয় গণতন্ত্রের মৃত্যু সংবাদ লেখা শুরু করতে হবে আমাদের।"


ভিডিওটি নেট মহলে ভাইরাল হতেই চরম প্রতিক্রিয়া এবং নিন্দার সম্মুখীন হয়েছেন বিরোধী জোটের সাংসদরা। সত্যিই, দলীয় বিরোধীতা কখনোই উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদকে অসম্মান করার ক্ষমতা রাখে না। উপরাষ্ট্রপতি মহাশয় জানিয়েছেন, তিনি আগে কৃষক ছিলেন। বিরোধীরা তাঁর সেই কৃষক প্রেক্ষাপটকে অবমাননা করেছেন।