
বিশেষ প্রতিবেন : ২০২৪ সালের প্রাথমিক শিক্ষা বর্ষের ছুটির ক্যালেন্ডার তৈরি করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে বলা হচ্ছে, পরবর্তী প্রাথমিক শিক্ষাবর্ষে ছুটির সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য বছরের থেকে অনেকটা কমছে। অন্য বছর যেভাবে দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত ছুটি থাকে, ২০২৪ সালের শিক্ষাবর্ষে সেটা আর হচ্ছে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , ২০২৪ সালে অর্থাৎ পরের বছর প্রাথমিক শিক্ষা বর্ষের ক্ষেত্রে দুর্গাপূজা থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত মোট ১১ দিন এবং কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত মোট ৪ দিন ছুটি থাকবে। বাদবাকি আর কোন ছুটি সে সময় পুজো উপলক্ষ্যে থাকবে না।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় এক্ষেত্রে জানিয়েছেন, "রাজ্যে প্রায় ৪৮ হাজার প্রাথমিক স্কুল রয়েছে। এই ছুটি এতটা কেটে ফেলা হয়েছে তার কারণ-- রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীরা আরও বেশি দিন মিড ডে মিল খেতে পারে। তাদের যাতে পড়াশোনার ক্ষেত্রে কোন কারণে ব্যাঘাত না ঘটে। বেশিদিন ছুটি থাকায়, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়। ছুটির সংখ্যা তুলনামূলকভাবে তাই অনেকটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে।"
এই বিষয়ে সত্যি সাধুবাদ জানাতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবনাকে। মিড ডে মিলের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতিটাও এক্ষেত্রে অনেকটাই বাঁচবে বলে আশা করা যায়। ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে থেকে অনেক বেশি দিন পড়াশোনা করতে পারবে।