
নিজস্ব প্রতিবেদন : বড়দিনের আগেই স্বস্তির খবর। কমতে চলেছে বাণিজ্যিক LPG গ্যাসের দাম । আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। তাতে অল্পখানি হলেও লাভবান হবে ব্যবহারকারীরা।
বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে
রাষ্ট্র-চালিত তেল বিপণন সংস্থাগুলি (OMCs) দেশের চারটি মেট্রো শহরে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছেন। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের মানুষ এই নয়া দামের সুবিধা পাবেন।
গত ১৬ নভেম্বর থেকে দেশের চারটি মেট্রোপলিটন শহরে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার মিলছিল দিল্লিতে ১,৭৭৫.৫ টাকা কলকাতায় ১,৮৮৫.৫ টাকা, মুম্বইয়ে ১,৭২৮ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৪২ টাকায়।
আর এবার বড়দিনের আগে আগে এক ধাক্কায় দাম কমল ৩৯.৫ টাকা। আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মিলবে, দিল্লিতে ১৭৫৭ টাকা, মুম্বইয়ে ১,৭১০ টাকা, কলকাতায় ১,৮৬৮ টাকা এবং চেন্নাইয়ে ১,৯২৯ টাকায়।
হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা লাভবান হলেও সাধারণ মানুষের রান্নার গ্যাসের খরচ আপাতত একই থাকছে।