Headlines
Loading...
ইন্ডিয়া বৈঠকের পরদিন দিল্লিতে মোদী-মমতার সাক্ষাৎ, আলোচনার মূল বিষয় বাংলার প্রাপ্য ..

ইন্ডিয়া বৈঠকের পরদিন দিল্লিতে মোদী-মমতার সাক্ষাৎ, আলোচনার মূল বিষয় বাংলার প্রাপ্য ..

 

বিশেষ প্রতিবেদন : তৃণমূল মতে, বাংলার ১০০ দিনের কাজের প্রকল্প সহ একাধিক প্রকল্পতে কেন্দ্রীয় সরকার ১লক্ষ ১৮হাজার কোটি টাকা আটকে রেখেছেন । এই বকেয়া পাওনার দাবিতে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সেপ্টেম্বর মাসে দিল্লিতে ধর্না দেওয়ার সময়ই জানিয়েছিলেন , পায়ে চোট আঘাতের জন্য  তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী আসতে পারেননি দিল্লিতে। তবে, নভেম্বর বা ডিসেম্বরেই তৃণমূল নেত্রী আসবেন দিল্লিতে।


চলতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ তিনদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন দিল্লিতে। মঙ্গলবার বিরোধী "ইন্ডিয়া" জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন তা সুনিশ্চিত করে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী । তারপর, বুধবার তাঁর সাথে যে কেন্দ্রীয় শাসক নেতা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে চলেছে তা সম্পর্কেও জানিয়েছেন মমতা ব্যানার্জী । তৃণমূল সূত্রে খবর, সব ঠিক থাকলে, বুধবার অর্থাৎ ২০ই ডিসেম্বর বেলা ১১টায় মমতার সাথে জরুরি আলোচনায় বসবেন মোদী। 

 

মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, "প্রধানমন্ত্রীর  সাথে ১৮,১৯,২০ তারিখের মধ্যেই একদিন সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম । ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা , বিভিন্ন প্রকল্প বিষয়ে বাংলার প্রাপ্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার।


 GST এর টাকা তুলে নিয়ে যাচ্ছে অথচ আমাদের ভাগের টাকা আমরা পাচ্ছি না।" তৃণমূল সূত্রে খবর, উক্ত বিষয়েই আলোচনা উপলক্ষ্যে দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জী। সঙ্গে  থাকছেন বেশ কিছু তৃণমূল সাংসদ। এঁদের মধ্যে রয়েছেন সৌগত রায়, ডেরেক ও ব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সাজদা আহমেদ এবং আরো বেশ কিছু সাংসদ।  সঙ্গে থাকছেন অভিষেক ব্যানার্জী ও।


মোদী- মমতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর, কাটাছেঁড়া ও আলোচনা।বাংলার প্রাপ্য টাকা নিয়ে মমতার সাথে মোদীর এই আলোচনার ফলে, কেন্দ্রীয় সরকার কী প্রতিক্রিয়া দেখাবেন, তার অপেক্ষায় গোটা বাংলা।