Headlines
Loading...
SSKM থেকে সন্ধ্যায় বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী, ডান  কাঁধের  ছোট্ট অস্ত্রোপচার সেরে  সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন

SSKM থেকে সন্ধ্যায় বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী, ডান কাঁধের ছোট্ট অস্ত্রোপচার সেরে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন

 


নিজস্ব প্রতিবেদন : শুক্রবার দুপুর তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিয়মিত চেকআপ এ  SSKM আসেন।  হাসপাতাল সূত্রে খবর, রেগুলার চেকআপের পরে ডাক্তাররা তাঁর কাঁধে একটি ছোট্ট টিউমার এর খোঁজ পেয়ে, সেটি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই বিষয়টি SSKM হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা ৭ টা নাগাদ জানিয়েছেন।


পাশাপাশি রুটিন চেকআপ এবং তার পায়ের চেকাপ ও হয় এই দিন। তিনি জানিয়েছেন, "সম্পূর্ণ সুস্থ রয়েছি। এতক্ষণ চিকিৎসকদের সাথে আলোচনা হচ্ছিল বিভিন্ন সমস্যা নিয়ে।"

 অস্ত্রোপচার শেষে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতার মেয়র ববি হাকিমের সঙ্গে তাঁকে SSKM হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। উডবার্ন ওয়ার্ডে ঢোকার মুখেই তাঁকে ঘিরে ভিড় জমে যায়। ফিরতি পথে হাসপাতাল  প্রাঙ্গণে, আগত নতুন বছর উপলক্ষ্যে সকল ধর্মের মানুষদের শুভেচ্ছা বার্তা প্রদান করে গাড়িতে ওঠেন ।