Headlines
Loading...
চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি রেলচ্যুত,  আহত ছয় জন

চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি রেলচ্যুত, আহত ছয় জন

 


ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক :  বুধবার সকালে, হায়দ্রাবাদের নামপল্লী রেল স্টেশনে ঘটে গেল এক দুর্ঘটনা। চেন্নাই থেকে হায়দ্রাবাদগামী চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি রেলচ্যুত হয়ে যায়। সঠিক সময়ের থেকে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসটি লেট ছিল। কিন্তু, তা সত্বেও, ট্রেনটি ধীর গতিতে থাকার কারণে কোনো বড় দুর্ঘটনার কবলে ট্রেনটি পরেনি। দুর্ঘটনার কারণ সম্পর্কে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি।


তবে, ধীর গতির কারণেই আহতের সংখ্যাও খুব একটা বাড়েনি। কেবল ট্রেনের দরজায় যারা দাঁড়িয়েছিল, সম্ভবত তেমনি ছয় জন আহত হয়েছেন। তাদেরকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ও আরোও চিকিৎসার জন্য, লাল্লাগুড়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশীর ভাগ যাত্রীই সেকেন্দ্রবাদ রেলস্টেশনে নেমে যান। 


হায়দ্রাবাদে তিনটি বগি রেলচ্যুত হওয়ার সময়, একশোর থেকেও কম সংখ্যক যাত্রী ছিলো চারমিনার এক্সপ্রেসে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ট্রেনে থাকা যাত্রীদের সুরক্ষার সাথেই ট্রেন থেকে নামানো হবে।



সেদিন সন্ধ্যায়, চিফ পাবলিক রিলেশনস অফিসার শ্রী রাকেশ বাবু জানিয়েছেন, এই ঘটনাটি পরবর্তী রেলযাত্রায় কোনো ব্যাঘাত ঘটায় নি। উপরন্তু, চারমিনার এক্সপ্রেস বুধবার সন্ধ্যায় তার যাত্রা পুনরায় শুরু করে। কমিশনার অফ রেল সেফটি এর তরফ থেকে ঘটনাটির বিষয়ে পূর্ণ তদন্ত চলবে।