Headlines
Loading...
আবারও নক্ষত্রপতন সঙ্গীত জগতে , না ফেরার দেশে উস্তাদ  রশিদ খান

আবারও নক্ষত্রপতন সঙ্গীত জগতে , না ফেরার দেশে উস্তাদ রশিদ খান

 

২০২৩ এর ২২ শে নভেম্বর থেকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন  উস্তাদ রশিদ খান।  বেশ কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সার এর ও স্বীকার তিনি। ব্রেন স্ট্রোকের পর, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের থেকে মাঝখানে জানানো হয় যে তাঁর স্বাস্থ্যের উন্নতি ঘটছে। তবে, গতকাল  ভোরবেলাতে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। গতকাল  সকাল থেকে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর অবস্থার আরো অবনতি ঘটে। চিকিৎসকরাও সাধ্যমতো চেষ্টা করেন তাঁকে সুস্থ করে তোলার, কিন্তু সব চেষ্টাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে, পিয়ারলেস হাসপাতালে আজ দুপুর ৩ টে ৪৭ মিনিটে, মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


উত্তরপ্রদেশে জন্ম হলেও, বাংলাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি। মাত্র এগারো বছর বয়স থেকে গানের সফর শুরু। মূলত, গোয়ালিয়র ঘরানার সাথে যুক্ত ছিলেন তিনি। তাছাড়াও, যুগলবন্দীও করেছেন বহু স্বনামধন্য ব্যক্তির সাথে।পদ্মশ্রী, পদ্মভূষণ, বঙ্গভূষণ, মহা সঙ্গীত সম্মান পুরষ্কার এর মতো হাজারো পুরস্কারে সম্মানিত তিনি। 


তাঁর এই অকালপ্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "রশিদ আমার ভাইয়ের মতো। গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে এই শোকাহত খবরটা আমি পাই। আর্টিস্ট হিসেবে সঙ্গীতসম্রাটকে হারালাম আমরা।" তিনি আরোও বলেছেন," It's a great loss"। 


সত্যিই,গানের জগতে এ যেন এক অপূরণীয় ক্ষতি। শোকে স্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। ইনফর্ম দুর্গাপুর এর তরফ থেকে, মহান  শিল্পীর পরিবার এর প্রতি রইলো  সমবেদনা জ্ঞাপন ।