Headlines
Loading...
ফের মাথায় চোট মুখ্যমন্ত্রীর , প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে

ফের মাথায় চোট মুখ্যমন্ত্রীর , প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে

 

নিজস্ব সংবাদদাতা , বর্ধমান : বুধবার বর্ধমানে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ প্রশাসনিক সভা ছিল। সেই সভাতে তিনি উপস্থিত হয়েছিলেন হেলিকপ্টারের মাধ্যমে। কিন্তু, ফিরে যাওয়ার পথে, আবহাওয়া মেঘলা থাকার কারণে, হেলিকপ্টারের সাহায্য নিয়ে তাঁর আর ফিরে যাওয়া হয় না। উপায় না বুঝে, তিনি তখন গাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সভা মঞ্চের থেকে প্রায় ২০০- ২৫০ মিটার দূরে, গাড়িটি জিটি রোডে ওঠার সময়ে, মুখ্যমন্ত্রীর গাড়িটিকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই, গাড়ির মধ্যে থাকা চালক তখন সজোরে ব্রেক কষেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের দিকে আচমকা কিছুটা ঝুঁকে পড়তে বাধ্য হন।


 সঙ্গে সঙ্গে সমস্ত কনভয় গুলি দাঁড়িয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু চালকের ঠিক পাশের সিটেই বসে ছিলেন, সেহেতু তাঁর হাতে অল্প আঘাত লেগেছে। এই সময় তাঁকে মাথায় রুমাল চাপা দিয়ে থাকতেও দেখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু সুস্থ বোধ করলে, আবার নতুন করে যাত্রা শুরু হয় কলকাতার উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর আর কোথায় আঘাত লেগেছে, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 


তবে এইখানেই উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নিরাপত্তা নিয়ে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা থাকে অত্যন্তই দুর্ভেদ্য ও কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে, কিভাবে এই কনভয় এর মধ্যে অপর একটি গাড়ি এসে, মুখ্যমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে সেই নিয়েই উঠছে প্রশ্ন। এমন ঘটনা কীভাবে ঘটল, পুলিশ সেটি খতিয়ে দেখার চেষ্টা করছেন।


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার আগেও ২০২১ সালে নন্দীগ্রামে এবং পরে কলাইকুন্ডাতেও হামলার শিকার হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁটোসাঁটো নিরাপত্তার প্রাচীর ভেঙ্গে, কী ভাবে এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে সেই নিয়েই উঠছে প্রশ্ন।