Headlines
Loading...
 "সিক্স অ্যান্ড আউট" থেকে সোজা অ্যাডিলেডের হাসপাতালে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল

"সিক্স অ্যান্ড আউট" থেকে সোজা অ্যাডিলেডের হাসপাতালে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল

 


বিশেষ প্রতিবেদন : সংবাদটি প্রথম প্রকাশিত হয়েছে অস্ট্রেলীয় পত্রিকা "ডেইলি টেলিগ্রাফ" এ। সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান প্রাক্তন পেসার ব্রেট লি এর রক গানের দল "সিক্স অ্যান্ড আউট" এর একটি কনসার্টে একা গিয়েছিলেন খ্যাতনামা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।


 মূলত, এই রক ব্যান্ডটি গড়ে উঠেছে নিউ সাউথ ওয়েলস এর প্রাক্তন ক্রিকেট তারকাদের নিয়ে। সেখানেই মদ্যপ অবস্থায় দেখা মিলেছে গ্লেন ম্যাক্সওয়েল এর।  তারপরেই তাঁকে কনসার্ট থেকে বের করে কোনোরকমে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী রয়াল অ্যাডিলেডের হাসপাতালে। 


স্বল্প চিকিৎসার পর, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে, সঠিক ঘটনা এখনও জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছেন CA (Cricket Australia)। 


সম্প্রতি, বিগ ব্যাশের ফাইনালে উঠতে পারেননি বলে, তিনি মেলবোর্ন স্টারস এর অধিনায়কত্ব পরিত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্প্রতি CA এর তরফ থেকে, তাঁকে ওয়ান ডে স্কোয়াডের বাইরে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


তবে, তার সাথে যে এই ঘটনার কোনো যোগ নেই, সেটা জানিয়েছেন CA । খুব শীঘ্রই আবার গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টিতে ফিরবেন বলে আশায় বুক বাঁধছেন অষ্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তরা।